‌কমছে জিএসটি, কোন দ্রব্যের দাম কমল?‌


মঙ্গলবারই ৯৯ শতাংশ জিনিসের জিএসটি কমানোর ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেটা চূড়ান্ত করতে শনিবারই জিএসটি কাউন্সিলের বৈঠক বসছে। সূত্রের খবর ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, ডিজিটাল ক্যামেরা সহ একাধিক বিলাবহুল সামগ্রিস জিএসটি ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হবে। এমনকী ১৮ শতাংশের কমও হতে পারে জিএসটি। এতে দাম কমতে পারে ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, ওয়াটার হিটার, রং, পারফিউম, ট্রাক্টর, অটো পাক্টস, অ্যাক্সেসারিজ সহ একাধিক জিনিসের।

এরসঙ্গে দাম কমতে পারে ভ্যাকিউম ক্লিনারস, শেভার্স, হেয়ার ক্লিপ, সিমেন্ট, পুট্টি, বার্নিস, মার্বেলেরও। তবে লাক্সারি অটোমোবাইলস, ইয়ট, প্রাইভেট এয়ারক্রাফট, সিগারেট, পান মশলা, তামাকজাত দ্রব্য, নরম পানীয়ের জিএসটি ২৮ শতাংশই থাকছে বলে জানা গিয়েছে।

বিরোধীরা মনে করছেন ২০১৯–এর লোকসভা নির্বাচনের আগে জনগণের মন জয় করতেই মোদি এই নয়া চাল। কারণ ক্ষমতায় আসার পর থেকে জনমোহিনী একাধিক প্রতিশ্রুতি দিলেও মোদি যে কার্যত তার কিছুই পূরণ করেননি তা প্রকাশ্যে এসে গেছে। যার ফল পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে বিলক্ষণ বুঝতে পেরেছে বিজেপি। ৯৯ শতাংশ জিএসটির হার কমিয়ে তাই আবারও নিজেকে জনদরদী প্রমাণ করতে চাইছেন মোদি।