‌সরকারের কাছে কৃষক আত্মহত্যার কোনও তথ্য নেই, সংসদে বললেন কৃষিমন্ত্রী


মোদি জমানায় কোনও কৃষক আত্মহত্যা করেনি। সংসদে দাঁড়িয়ে এমনই দাবি করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধামোহন সিং। বৃহস্পতিবার কৃষকদের সংকট নিয়ে আলোচনা চলার সময় তিনি বলেন গত তিন বছরে দেশে কোনও কৃষক আত্মহত্যার তথ্য সরকারের কাছে নেই। তিনি দাবি করেছেন ২০১৬ থেকে আজ পর্যন্ত কোনও কৃষক আত্মহত্যার ঘটনা প্রকাশ করেনি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো।

তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী সংসদে প্রশ্ন তুলেছিলেন, ২০১৬ সাল থেকে দেশে যে কৃষকরা আত্মঘাতী হয়েছেন তাঁদের পরিবারের জন্য কী করেছে কেন্দ্র সরকার। সেই প্রশ্নের প্রেক্ষিতেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর এই অবাক করা উত্তর।

দেশের কৃষক আত্মহত্যার ঘটনা নথিভুক্ত করে থাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো(‌এনসিআরবি)‌। তাদের ওয়েবসাইটে ২০১৫–র পর আর কোনও কৃষক আত্মহত্যার ঘটনা উল্লেখ করা নেই। ২০১৬ সালের রিপোর্ট এখনও পর্যন্ত প্রকাশই করে উঠতে পারেনি তারা। যেখানে দেশের জনসংখ্যার ৭০ শতাংশ কৃষিজীবী সেখানে গত তিন বছরে কোনও কৃষক আত্মহত্যা করেনি এটা কীভাবে সম্ভব।