সোহরাবুদ্দিন এনকাউন্টার মামলায় বিস্ফোরক দাবি প্রত্যক্ষদর্শীর! উঠছে চাঞ্চল্যকর তথ্য


সোহরাবুদ্দিন শেখ এনকাউন্টার মামলায় প্রকাশ্যে বেশ কিছু বিস্ফোরক তথ্য পেশ করলেন ঘটনার প্রত্যক্ষদর্শী। এই এনকাউন্টারকে 'ভুয়ো' দাবি করে অভিযোগ ওঠে। সেই নিয়ে দায়ের হয় মামলা। আর সেই মামলার অন্যতম প্রত্যক্ষদর্শীকে টানা ২০ দিন ধরে অত্যাচার করা হয় বলে দাবি করা হয়েছে। যার ফলে একাধিক আইপিএস ও নামী রাজনৈতিক নেতার নাম তিনি আদালতে বলতে পারেননি বলে দাবি করেন প্রত্যক্ষদর্শী। এবার ফের একবার প্রত্যক্ষদর্শীকে পুনরায় পরীক্ষা করার দাবী তুলেছেন সোহরাবুদ্দিনের সঙ্গী আজম খান ও তুলসীরাম প্রজাপতি।

উল্লেখ্য, সোহরাবুদ্দিন শেখ জঙ্গি সংগঠন লস্কর -ই-তৈবার সদস্য বলে খবর ছিল গুজরাত পুলিশের কাছে। সেই তথ্য পেয়েই ২০০৫ এ এনকাউন্টার হয় সোহরাবুদ্দিনের। এরপরই দাবি ওঠে, এই এনকাউন্টার 'ভুয়ো'। সেই নিয়ে দায়ের হয় মামলা। মামলায় আজম খান অভিযুক্ত হিসাবে এক অবসরপ্রাপ্ত আইপিএস-এর নাম বলেন। তবে বাকিদের নাম তিনি আতঙ্কের বশে বলেননি বলে দাবি করা হয়। তাঁকে রাজস্থান পুলিশের তরফেও হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি করেন আজম খান। উল্লেখ্য, সোহরাবুদ্দিন এনকাউন্টার কাণ্ডে অভিযুক্তের তালিকায় ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহও। ঘটনায় ২০১০ সালে তিনি জামিনে মুক্তি পান।

আজম খানের দাবি, এই এনকাউন্টার মামলায় একাধিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখাই হয়নি ছিক করে। এই বিষয়ে কোনও ব্য়াখ্য়াও দেওয়া হয়নি। ৫০০ জন প্রত্যক্ষদর্শীর মধ্যে ২১০ জনকে নীরিক্ষম করা হয়েছে তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফে। প্রত্যক্ষদর্শীদের তালিকায় থাকা তিন আইপিএস অফিসারকেও নীরিক্ষণ করা হয়নি বলে দাবি করেছেন আজম খান। উল্লেখ্য, সোহরাবুদ্দিন এনকাউন্টার মামলায় আগামী শুনানি হতে পারে শুক্রবার ২১ ডিসেম্বর। সেই দিনটির দিকেই তাকিয়ে এই মামলার সঙ্গে জড়িত প্রত্যেকটি পক্ষ।