‌শর্ত সাপেক্ষে বিজেপির রথযাত্রার অনুমতি দিল হাইকোর্ট


অবশেষে রথযাত্রার অনুমতি পেল বিজেপি। তবে তার জন্য চারটি শর্ত আরোপ করেছে আদালত। বিচারপতি তপব্রত চক্রবর্তী ১৫ ডিসেম্বর লালবাজারে পুলিসের সঙ্গে বৈঠকে হওয়া প্রশাসনিক নির্দেশ খারিজ করে দিয়ে বিজেপির রথযাত্রার অনুমতি দেন। বিচারপতি বিজেপিকে সতর্ক করে বলেছে সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে নজর রাখতে হবে। রথযাত্রার কারণে কোনওরকম ক্ষতি হলে সমানভাবে দায়ী থাকবে বিজেপি। এক জেলা থেকে আর এক জেলায় পৌছনোর অন্তত ১২ ঘণ্টা আগে সেই জেলার পুলিস প্রশাসনকে জানাতে হবে। রাজ্যে সরকারকে পর্যাপ্ত পুলিস মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশ মেনেই সুশৃঙ্খলভাবে রথযাত্রা করা হবে বলে জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। সাধারণ মানুষের কোনও রকম সমস্যা যাতে না হয় তা সুনিশ্চিত করেই রথযাত্রা করা হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।