নারী-পুরুষ একসঙ্গে খাওয়া ইসলাম-বিরোধী, ফতোয়া দারুল উলুমের


'বিয়ে বা অন্য কোনওরকম অনুষ্ঠানে পুরুষ ও মহিলা একসঙ্গে খেতে পারবেন না। ইসলামিক আইনে অচেনা নারী-পুরুষ একসঙ্গে খাওয়া ঘোর পাপ।' এই নয়া ফতোয়া জারি করেছে দেওবন্দের ইসলামিক সংগঠন হারুল উলুম। এমনকি দাঁড়িয়ে খাওয়াই ইসলামিক সংস্কৃতির বিরোধী বলে জানিয়েছে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক দেওবন্দের এক বাসিন্দা দারুল উলুমের কাছে জানতে চেয়েছিল যে নারী-পুরুষের একসঙ্গে খাওয়া দাওয়া করাকে ইসলাম সমর্থন করে কিনা? তার উত্তরেই এই নয়া ফতোয়া জারি করেছে দারুল উলুম। বিয়ে বা অন্য যে কোনও সামাজিক অনুষ্ঠানে অচেনা নারী-পুরুষ একসঙ্গে খাওয়া দাওয়া করে। এই প্রথা ইসলাম-বিরোধী বলে জানিয়েছে তারা। এতে নারী ওপুরুষ, উভয়েই পাপের ভাগী হয় বলে তাদের মত। এমনকি দাঁড়িয়ে খাওয়া যে প্রথা আজকাল বহুল প্রচলিত, তাও ইসলাম সমর্থন করে না বলে জানিয়েছে দারুল উলুম।

এর আগে দেওবন্দের এক ব্যক্তির আবেদনের ভিত্তিতে দোকানদারের কাছে থেকে মুসলিম মহিলাদের চুরি পরার ওপরও নিষেধাজ্ঞা জারি করে দারুল উলুম। চুরি পরানোর অছিলায় নারীর শরীরে অচেনা পুরুষের স্পর্শ ইসলাম বিরোধী বলে জানায় তারা।