তোলাবাজির অভিযোগে সাসপেন্ড ট্র্যাফিকের ASI

জলপাইগুড়ি : জাতীয় সড়কে লরি আটকে তোলাবাজির অভিযোগে সদর ট্র্যাফিকের ASI কমল দাসকে সাসপেন্ড করা হল। তাঁকে সাসপেনশনের নির্দেশ দেন জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি। ASI-এর সঙ্গে আর কারা জড়িত আছেন তারও তদন্ত চলছে। ঘটনাকে কেন্দ্র করে জেলার পুলিশ মহলে শোরগোল পড়েছে।

দীর্ঘদিন ধরে কমল দাস সদর ট্র্যাফিক পুলিশের ASI পদে কর্মরত। অভিযোগ, বেশ কিছুদিন ধরে তিনি জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কে দূরপাল্লার বড় ট্রাক থামিয়ে তোলা তোলেন। সম্প্রতি নাগাল্যান্ডের দুটি গাড়িকে আটকে তিনি তোলা চান। ট্রাকগুলিকে জলপাইগুড়ি শহরে নিয়ে এসে রেখেছিলেন।

ঘটনাটি নিয়ে ট্রাক মালিক রাজ্যের অ্যান্টি করাপশন বিওরোতে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তদন্তে কমল দাসের বিরুদ্ধে তথ্য পাওয়া যায়। এরপরই কমল দাসকে সাসপেন্ড করার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়।

জলপাইগুড়ির পুলিশ সুপার বলেন, "অ্যান্টি করাপশন বিওরো তদন্ত করে কমল দাসকে দোষী পেয়েছে।"

এদিকে সাসপেন্ডেড ASI-এর সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।