সাবধান!‌ এবার রাস্তায় পানের পিক–থুতু ফেললে জরিমানা হবে লাখ টাকা


শহরের পরিচ্ছন্নতা রক্ষায় তৎপর হয়েছে রাজ্য সরকার। কয়েকদিন আগেই নবান্নে বৈঠক করে এই নিয়ে কী কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে আলোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। শহরবাসীকে পরিচ্ছন্নতা নিয়ে সচেতন করতে এবার কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার।  চলতি বিধানসভা অধিবেশনেই এই আইনের বিল পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। এই আইনের আওতায় শহরের যত্রতত্র পানের পিক, থুতু, জঞ্জাল ফেললে ৫ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

যত্রতত্র পানের পিক–থুতু ফেলার কারণে শহরের পরিচ্ছন্নতা নষ্ট হচ্ছে। দক্ষিণেশ্বর স্কাইওয়াক তৈরির কয়েকদিনের মধ্যেই পানের পিক ফেলা শুরু হয়েছিস। তাতে অত্যন্ত রুষ্ট হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই স্কাইওয়াকে নোংরা করলে মোটা টাকা জরিমানার নির্দেশিকা জারি করা হয়।