পাইপলাইনে বাড়ি বাড়ি গ্যাস, চালু CGD প্রকল্প


দিল্লি : সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন(CGD) প্রজেক্টের গতকাল শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, "সরকার গ্যাস নির্ভর অর্থনীতির উপর জোর দিচ্ছে। দেশে গ্যাস সরবরাহের পরিকাঠামোয় নজর দেওয়া হচ্ছে।" দেশজুড়ে প্রাকৃতিক গ্যাসের টার্মিনাল ও গ্যাস সরবরাহের নেটওয়ার্ক তৈরির কাজ অনেকটাই এগিয়েছে বলে দাবি কেন্দ্রীয় সরকারের। এই প্রকল্পে দেশের বিভিন্ন এলাকায় পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি দেশে CNG স্টেশনের সংখ্যাও বাড়ানো হবে।

শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "আগামী দুই-তিন বছরের মধ্যে দেশের ৪০০টি জেলাকে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (CGD)-এর আওতায় আনা হবে। পাশাপাশি CNG স্টেশনগুলির সংখ্যা বাড়িয়ে ১০ হাজার করা হবে। দেশে CNG-র ব্যবহার বাড়লে দূষণ কমবে এবং COP21(দূষণ তালিকায় কোন দেশের অবস্থান কোথায়) -তে ভারতের ব়্যাঙ্কিং আরও ভালো হবে।"

মোদি বলেন, "সরকার গত চার বছরে দেশে মোট ১২ কোটি LPG সংযোগ দিয়েছে। এর মধ্যে ছ'কোটি সংযোগ উজ্জ্বলা যোজনার অন্তর্গত।"