সাতসকালে এনকাউন্টারে খতম ছয় সন্ত্রাসবাদী


শ্রীনগর: জঙ্গি নিধন অভিযানে আবারও বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর৷ এনকাউন্টারে খতম ছয় সন্ত্রাসবাদী৷ এখনও তাদের পরিচয় জানা যায়নি৷ তারা কোন জঙ্গি সংগঠনের সদস্য সেই ব্যাপারেও সেনার তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি৷

শুক্রবার সকালে জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় জঙ্গিরা৷ কিন্তু জওয়ানদের আগ্রাসী হামলার কাছে ক্রমশ তারা পিছু হটতে শুরু করে৷ এবং একটা সময় তাদের ঘিরে ফেলে জওয়ানরা৷ এরপরই ঝাঁকে ঝাঁকে গুলি উড়ে যায় জঙ্গিদের দিকে৷ ঘটনাস্থলেই নিকেষ করা হয় ছয় জঙ্গিকে৷ উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র৷

এনকাউন্টারস্থলে আর কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷ চলছে তল্লাশি৷ এই এলাকা বরাবরই সেনা ও নিরাপত্তা বাহিনীর নজরে থাকে৷ অতিস্পর্শকাতর এলাকা বলে পরিচিত অনন্তনাগ, সোপিয়ান ইত্যাদি জায়গাগুলি৷ এর আগে মঙ্গলবার সোপিয়ানের নাদিগাম গ্রামে এনকাউন্টারে চার জঙ্গি খতম হয়৷ শহিদ হন এক জওয়ান৷

অপরদিকে ওইদিনই দক্ষিণ কাশ্মীরের আছাবল এলাকায় হুরিয়ত নেতা হাফিজুল্লা মীর গুলিবিদ্ধ হন৷ অজ্ঞাতপরিচয় আততায়ীরা তাঁকে গুলি করে খুন করার চেষ্টা করে৷ গুলিবিদ্ধ অবস্থায় মীরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই মারা যান তিনি৷ অনুমান মীরের হত্যার পিছনে হাত রয়েছে জঙ্গিদের৷