দেশবাসীর জন্য মোদীর বড়সড় ঘোষণা


নয়াদিল্লি: দেশের প্রায় ৪০০ জেলাতে গ্যাস বিতরণে(সিজিডি) বড়সড় ভূমিকা নিচ্ছে মোদীর সরকার৷ আগামী ২-৩ বছরে এই ব্যবস্থা অর্থনীতির উন্নয়নেও অনেকটা সাহায্য করবে বলে আশা করা হচ্ছে৷

মোদী জানিয়েছেন, দেশে হাজারটা নতুন সিএনজি স্টেশন হবে যার পলে কোনও বাধা বিঘ্ন ছাড়াই গ্যাস পাওয়া যাবে৷ পাশাপাশি, ট্যাক্সি, অটো, গাড়িতে গ্যাস ভরাও আরও অনেক সহজ হয়ে যাবে৷ সেই সঙ্গে দূষণও কম হবে৷

প্রধানমন্ত্রী আরও জানান, গত চার বছরে ১২কোটির বেশি এলপিজি কানেকশন দেওয়া হয়েছে৷ এর মধ্যে ৬ কোটি কানেকশন বিনামূল্যে উজ্জ্বলা যোজনার ভিত্তিতে দরিদ্র মহিলাদের দেওয়া হয়৷ এতে ৯০ শতাংশ এলাকায় রান্নার গ্যাস পৌঁছে যায়৷

মোদী আরও জানান, ২০১৪ পর্যন্ত ২৪ লক্ষ পাইপ গ্যাস কানেকশন দেওয়া হয়েছে৷ বর্তমানে সেই সংখ্যা দুকোটি পার করে ফেলেছে৷