অন্ধ্রপ্রদেশে তৈরি হবে নতুন বিধানসভা, যা হবে স্ট্যাচু অফ ইউনিটির থেকেও উঁচু


‌দেশ জুড়ে বিতর্ক তুলে সম্প্রতি বিশ্বের উচ্চতম মূর্তি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তারপর থেকেই কে মাথা কত উঁচুতে তুলতে পারে, তার জন্য লড়াই চরমে। মহারাষ্ট্র চাইছে, মোদীর গুজরাতের স্ট্যাচু অফ ইউনিটিকে ছাপিয়ে যাক শিবাজির মূর্তি। আবার উত্তরপ্রদেশে রামের মূর্তি তৈরি হওয়ার ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশ্বের উচ্চতম শিবমূর্তিও তৈরি করার কথা শোনা যাচ্ছে। তবে এইসব বিতর্ককে ছাপিয়ে গেলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আস্ত একটা ভবন তৈরির ছক কষে ফেলেছেন তিনি, যেটা হবে প্যাটেলের ১৮২ মিটার মূর্তির থেকেও উঁচু।

জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে তৈরি হবে সেই ভবন। এটিই হবে অন্ধ্রপ্রদেশের  বিধানসভা। ডিজাইনও তৈরি করে ফেলা হয়েছে, যাতে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন চন্দ্রবাবু নাইডু। স্ট্যাচু ইউনিটির থেকে ৬৮ মিটার উঁচু হবে এই ভবন। তিনতলা ভবন–এর মাথায় থাকবে লম্বা টাওয়ার। ভবনের মোট উচ্চতা হবে ২৫০ মিটার। ঠিক ওল্টানো লিলি ফুলের মত দেখতে হবে ওই ভবনটি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন ওই রাজ্যের পুরমন্ত্রী পি নারায়ণ। নভেম্বরের শেষেই বিধানসভা তৈরি টেন্ডারের–এর কাজ শুরু হবে। টেন্ডার ফাইনাল করতেই বছর দুয়েক লাগবে বলে অনুমান করছে সরকার। তবে ব্রিটেনের আর্কিটেক্ট নর্মা ফস্টারের নাম মোটামুটিভাবে ফাইনাল হয়ে গিয়েছে।

৩০০০ কোটি টাকা খরচ করে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি বানিয়েছেন মোদি। এরপরই ২০১ মিটার উচ্চতার রামের মূর্তি তৈরির কথা ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। বাদ যায়নি কর্নাটক। ১২৫ ফুটের কাবেরী মূর্তি তৈরি করার কথা জানিয়েছে সে রাজ্যের সরকার। আর ছত্রপতি শিবাজীর মূর্তির শিলান্যাস তো আগেই হয়ে গিয়েছে। ২১০ মিটারের সেই মূর্তি তৈরিতে খরচ হচ্ছে ৩৬০০ কোটি। তবে উপকূল রক্ষার স্বার্থে মূর্তির উচ্চতা কমানো হচ্ছে সাড়ে ৭ মিটার।