সুইস ব্যাংকের ঋণ শুধতে ব্যর্থ, মালিয়ার ৮৮,০০০ পাউন্ড জরিমানা


ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় বিজয় মালিয়াকে ৮৮,০০০ পাউন্ড অর্থাৎ ৮০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল ব্রিটেনের আদালত। 

সুইৎজারল্যান্ডের ইউবিএস ইনভেস্টমেন্ট ব্যাংকে নিজের লন্ডনের বাড়ি বন্ধক রেখে ২.০৪ কোটি পাউন্ড অর্থাত্‍ ১,৮৫,১৮,৪০,৬০০ টাকা ঋণ নিয়েছিলেন প্রাক্তন কিংফিশার এয়ারলাইন্স কর্ণধার। কিন্তু সময় মতো তা ফেরত দিতে না পারার কারণে আদালতের দ্বারস্থ হয় ইউবিএস। বুধবার জরিমানা হিসেবে মালিয়াকে আগামী ৪ জানুয়ারির মধ্যে ৮৮,০০০ পাউন্ড দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

এর আগে ঋণ বাবদ বকেয়া অর্থ আদায়ের জন্য ব্রিটিশ হাইকোর্টে বিজয় মালিয়ার লন্ডনের প্রাসাদ দখলের আবেদন জানিয়েছিল সুইস ব্যাংকটি। রিজেন্ট পার্কের ওই সম্পত্তি মালিয়া ও তাঁর পরিবার বাসভবন হিসেবে ব্যবহার করতেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, প্রায় ৯ হাজার কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগে ২০১৭ সালে গ্রেফতার হওয়ার পরে জামিনে মুক্তি পান বিজয় মালিয়া। ২০১৬ সালের মার্চ মাস থেকে তিনি ব্রিটেনে বসবাস করছেন। বর্তমানে ভারতে তাঁকে প্রত্যার্পণ সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। এই প্রসঙ্গে আগামী ডিসেম্বর মাসে রায় ঘোষণা করার কথা ব্রিটেনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট'স কোর্টের।