‘যাদের অনেক কিছু লুকনোর আছে, তারাই CBI-কে আটকাচ্ছে’


যাদের প্রচুর কিছু রয়েছে লুকনোর মতো, তারাই CBI-কে ভয় পাচ্ছে। মধ্যপ্রদেশে নির্বাচনী ইস্তাহার প্রকাশের মঞ্চ থেকে একযোগে মমতা এবং চন্দ্রবাবুকে বিঁধলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। শনিবার সভার ভোপালের মঞ্চ থেকে তিনি জানান, জেনারেল কনসেন্ট সে সমস্ত রাজ্য প্রত্যাহার করছে যাদের অনেক কিছু লুকনোর রয়েছে। 

জেটলি বলেন, 'যাদের প্রচুর লুকনোর রয়েছে তারাই জেবারেল কনসেন্ট প্রত্যাহার করে সিবিআই-কে রাজ্যে ঢুকতে বাধা দেবে। আমার বিশ্বাস অন্ধ্রপ্রদেশ জেনারেল কনসেন্ট প্রত্যাহার করেছে কোনও মামলা বা বিশেষ কোনও দুর্নীতির ভয়ে নয়, বরং নির্বাচনের পর রাজ্যে কী হতে চলেছে তার ভয়ে এ কাজ করা হয়েছে। আমি এখন এর চেয়ে বেশি কিছু বলছি না।'

তিনি আরও বলেন, 'আমাদের দেশে একটি গণতান্ত্রিক পরিকাঠামো রয়েছে। সেই কাঠামোর ওপর ভিত্তি করে প্রথমে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য তৈরি করা হয়েছিল সিবিআই। পরে বিশেষ জটিল ধরনের মামলার তদন্ত করার জন্য বিভিন্ন রাজ্যের দাবি এবং আদালতের নির্দেশ মেনে তদন্ত করে এসেছে সিবিআই। সারদা এবং নারদার মতো মামলা এ ভাবে থামানো যাবে না।'