ছেলেদের সঙ্গে মেয়েরা ঘুরে বেড়ায় বলে ধর্ষিতা হয়, মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্কের ঝড়


চন্ডীগড়: ধর্ষণের দায়ভার মেয়েদের ঘাড়েই চাপালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর৷ তাঁর মতে, ৯০ শতাংশ ধর্ষণের ঘটনার ক্ষেত্রে মেয়েরাই দায়ী হয়৷ মুখ্যমন্ত্রীর এই মন্তব্য দেশজুড়ে প্রবল ঝড় তোলে৷ একটি রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে তিনি আদপে মহিলাদের সম্মান ক্ষুন্ন করেছেন বলে অভিযোগ৷ মুখ্যমন্ত্রীর ধর্ষণ নিয়ে মন্তব্যের পর তোপ দেগেছে কংগ্রেসও৷ জানিয়েছে, এটা হল খট্টর সরকারের মহিলা বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ৷

ঠিক কী বলেছেন মনোহর লাল খট্টর? বৃহস্পতিবার একটি জনসভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ''এই যে এত ধর্ষণ ও শ্লীলতাহানির মতো ঘটনা ঘটছে, ৮০ থেকে ৯০ শতাংশ ক্ষেত্রে চেনা পরিচিতরা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকে৷ কোনও অচেনা ছেলের সঙ্গে পরিচয় হওয়ার পর বেশ কিছুদিন তাদের সঙ্গে ঘুরে বেড়ায় মেয়েরা৷ তারপর কোনও কারণে তাদের মধ্যে তুচ্ছ ঝামেলা হলে হঠাৎ একদিন মেয়েটি সটান থানায় চলে যায়৷ ছেলেটির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে এফআইআর করে৷''

স্বাভাবিকভাবে মনোহরলাল খট্টরের এমন মন্তব্য সোশ্যাল মিডিয়া থেকে সর্বত্র তীব্র আলোড়ন ফেলে দিয়েছে৷ বিরোধী দল কংগ্রেস মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে৷ দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়াল ট্যুইট করে মনোহর লালের গায়ে 'মহিলা বিরোধী' তকমা সেঁটে দেন৷ সেই সঙ্গে এমন মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি তোলেন৷ তিনি লেখেন, আসলে এই সরকার ধর্ষণ ও গণধর্ষণের মতো ঘটনা রোধ করতে ব্যর্থ৷ এমন নিন্দনীয় মন্তব্যের জন্য তাঁর ক্ষমা চাওয়া উচিত৷ হরিয়ানার মুখ্যমন্ত্রী এর আগে ধর্ষণের জন্য মহিলাদেরই কাঠগড়ায় তুলেছিলেন৷ ২০১৪ সালে তিনি ধর্ষণের মতো ঘটনা রোধ করতে মেয়েদের শালীনতা বজায় রেখে পোশাক পড়ার নিদান দিয়েছিলেন৷ সেই সময় তাঁর মন্তব্য বিতর্কের ঝড় তোলে৷