৩০শে নভেম্বরের আগে গ্যাস বুকিং না করলে সংযোগ বিচ্ছন্ন হবে ?


নয়াদিলি:  গ্যাস বুকিং হয়নি, তাই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ৷   প্রায় ১ কোটি গ্রাহকের গ্যাস পরিষেবা বিচ্ছিন্ন করা হবে ৷ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা এমন জ্বালানির সংযোগই বিচ্ছিন্ন হচ্ছে ৷

তথ্য বলছে, প্রায় ৮০ শতাংশ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোগতা দ্বিতীয়বার গ্যাস বুকিং করেছেন ৷ কিন্তু প্রায় ২০ শতাংশ সে পথে হাঁটেননি ৷ এই সংখ্যাটাই দাঁড়াচ্ছে ১ কোটির কাছাকাছি যাদের গ্যাস পরিষেবা বন্ধ করতে চলেছে সরকার ৷

গ্যাস বুকিং-এর শেষ সময় রাখা হয়েছে ৩০শে নভেম্বর ৷ এর মধ্যেও যদি কোন গ্রাহক গ্যাস বুকিং না করেন, তাহলে ১লা ডিসেম্বর থেকে জ্বলানির পরিষেবা বন্ধ হবে তাঁর বাড়িতে ৷

জনকল্যাণ মূলক প্রকল্প হিসেবে শুরু হয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৷ দারিদ্রসীমার নিচে থাকা পরিবারগুলোর জন্য এই বিশেষ সুবিধা চালু করা হয় ৷ খুবই অল্প দামে গ্যাস পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছিল তাদের কাছে ৷ প্রায় ৮ কোটি মানুষ এই যোজনার আওতায় পড়েন ৷