কাশ্মীরে যুবককে অপহরণ করে নিয়ে গেল জঙ্গিরা


শ্রীনগর: আরও এক যুবককে অপহরণ করে নিয়ে গেল জঙ্গিরা৷ আবারও সেই কাশ্মীরের সোপিয়ান৷ গত কয়েকদিন ধরে সোপিয়ান জেলা থেকে একের পর এক যুবককে অপহরণ করে নিয়ে যাচ্ছে সন্ত্রাসবাদীরা৷ পরে তাদের নিথর দেহ উদ্ধার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে৷ একের পর এক যুবক অপহরণের ঘটনায় কাশ্মীর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে পুলিশ প্রশাসনের কপালে৷

পুলিশ জানিয়েছে, রবিবার অজ্ঞাতপরিচয় জঙ্গিরা সোপিয়ানের মীমান্দার গ্রাম থেকে সুহেল আহমেদ ঘনাই নামে এক যুবককে অপহরণ করে৷ এখনও অবধি তাঁর কোনও হদিশ মেলেনি৷ ঘটনায় ভেঙে পড়েছে আহমেদের পরিবার৷ ছেলের মুক্তির জন্য জঙ্গিদের কাছে আবেদন জানিয়েছেন তারা৷
 
এদিকে গত চারদিনে এটি তৃতীয় অপহরণের ঘটনা৷ এর আগে বৃহস্পতিবার রাতে ১৮ বছরের নদিম মনজুর দরকেও সোপিয়ান থেকে অপহরণ করা হয়৷ পরে পুলওয়ামা থেকে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়৷ পরে জঙ্গিরা একটি ভিডিও প্রকাশ করে৷ সেখানে দেখা গিয়েছে নদিমকে কীভাবে নৃশংস ভাবে খুন করেছে জঙ্গিরা৷ এই খুনের ঘটনার কিনারা হতে না হতেই শনিবার সকালে সোপিয়ান থেকে আরও তিনজনকে অপহরণ করা হয়৷

অপহৃত তিনজনের মধ্যে একজনকে খুন করে জঙ্গিরা৷ কিন্তু বাকি দুই জনকে মুক্তি দেওয়ায় রহস্য ঘনীভূত হয়৷ কেন ওই দুই জনকে মুক্তি দিল জঙ্গিরা তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা৷ প্রাথমিক তদন্তে তিনজনের কারোর সঙ্গে রাজনৈতিক যোগ মেলেনি৷ সাধারণত এই ধরনের অপহরণের সঙ্গে রাজনৈতিক যোগ কাজ করে৷ তবে সূত্রের খবর, আসরাফ সম্ভবত পুলিশের সোর্স হিসাবে কাজ করত৷ তাই তাকে টার্গেট করেছিল জঙ্গিরা৷ এখনও অবধি এই দাবির সমর্থনে সরকারিভাবে কেউ মুখ খোলেনি৷