ভারতে এই পাঁচটি স্মার্টফোনের দাম কমালো শাওমি


সবে শেষ হয়েছে দীপাবলী সেল। আর দীপাবলী সেলের পরেই ভারতে জনপ্রিয় পাঁচটি স্মার্টফোনের দাম কমালো শাওমি। শুক্রবার থেকে নতুন দাম প্রযোজ্য হবে। দাম কমেছে 4GB ও 6GB RAM ভেরিয়েন্টের Redmi Note 5 Pro, 4GB ও 6GB RAM ভেরিয়েন্টে Mi A2 আর Redmi Y2 ফোনের। এই পাঁচটি ফোনের দাম ওক হাজার টাকা কমিয়েছে চিনের কোম্পানিটি।

"আমরা সবসময় গ্রাহকের কাছ থেকে সঠিক মূল্য নিতে চাই। আমরা কোন স্মার্টফোনে ৫ শতাংশের বেশি লাভ করি না। এর বেশি লাভ করলে তা আমরা গ্রাহকদের ফিরিয়ে দিই" এক বিবৃতিতে জানিয়েছে শাওমি।

এক নজরে এই পাঁচটি ফোনের নতুন দাম দেখে নেওয়া যাক:

Xiaomi Redmi Note 5 Pro (4GB+64GB)
আগে Redmi 5 Pro 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হত ১৪,৯৯৯ টাকা। ১০০০ টাকা দাম কমে এবার এই ফোন কিনতে ১৩,৯৯৯ টাকা খরচ হবে।

Xiaomi Redmi Note 5 Pro (6GB+64GB)
আগে Redmi 5 Pro 6GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হত ১৫,৯৯৯ টাকা। ১০০০ টাকা দাম কমে এবার এই ফোন কিনতে ১৪,৯৯৯ টাকা খরচ হবে।

Mi A2 (4GB+64GB)
আগে Mi A2 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হত ১৬,৯৯৯ টাকা। ১০০০ টাকা দাম কমে এবার এই ফোন কিনতে ১৫,৯৯৯ টাকা খরচ হবে।

Mi A2 (6GB+64GB)
আগে Mi A2 6GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হত ১৯,৯৯৯ টাকা। ১০০০ টাকা দাম কমে এবার এই ফোন কিনতে ১৮,৯৯৯ টাকা খরচ হবে।
Redmi Y2

আগে Redmi Y2 কিনতে খরচ হত ১২,৯৯৯ টাকা। ১০০০ টাকা দাম কমে এবার এই ফোন কিনতে ১১,৯৯৯ টাকা খরচ হবে।

এই পাঁচটি ফোনের দাম কমালেও সম্প্রতি Redmi 6 and Redmi 6A (2GB) স্মার্টফোন আর Mi LED TVs 4C Pro ও Mi Power Bank 2 এর দাড় বাড়িয়েছে শাওমি।