অনুমতি ছাড়া তদন্ত নয় কেন্দ্রকে জানাল রাজ্য


সিবিআই এবং অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির রাজ্যে তদন্ত করতে আসার বিষয়ে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে জানিয়ে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। শুধু মন্ত্রীকেই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, সিবিআই এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থাকেও সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। শনিবারই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রশাসনের বিনা অনুমতিতে সিবিআই–‌সহ কোনও কেন্দ্রীয় সংস্থাই রাজ্যে তদন্ত করতে আসতে পারবে না। ১৯৮৯ সালে  সিবিআই–‌কে দেওয়া সাধারণ সম্মতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। দিল্লির স্পেশ্যাল পুলিস এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (‌সিবিআই)‌ গঠিত হয়েছে। সেই আইন অনুযায়ী সিবিআই–‌কে কোনও রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মী বা কোনও কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে তদন্ত করতে গেলে অথবা কেন্দ্রীয় সরকারের কোনও দপ্তরে তল্লাশি চালাতে গেলে সংশ্লিষ্ট রাজ্য সরকারের অনুমতি নিতে হয়। অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যও ১৯৮৯ সালে আগাম সম্মতি দিয়ে রেখেছিল। যার ফলে প্রতিটি ক্ষেত্রে আর কেন্দ্রীয় সংস্থাগুলিকে আর আলাদা করে রাজ্যগুলির অনুমতি নিতে হত না। রাজ্য সরকার এই সম্মতিপত্র প্রত্যাহার করার ফলে এবার থেকে সরকারের অনুমতি ছাড়া সিবিআইয়ের মতো সংস্থা এ রাজ্যে পা দিতে পারবে না।

প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যেই সামগ্রিক অনুমতি প্রত্যাহার করেছেন। অন্ধ্র সরকার ৮ নভেম্বর নির্দেশ দিয়েছে, এবার থেকে কোনও মামলায় তল্লাশি, তদন্ত, গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ বা অন্য যে কোনও কাজের জন্য সিবিআই–‌কে আগাম অনুমতি নিতে হবে। সরকার অনুমতি দিলে তবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা অন্ধ্রপ্রদেশে কাজ করতে পারবেন। চন্দ্রবাবু নাইডুর দলের মুখপাত্র লঙ্কা দিনকর বলেন, '‌গত ৬ মাসে সিবিআইয়ের মধ্যে যা কিছু ঘটেছে, তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নরেন্দ্র মোদি সরকারের হস্তক্ষেপের ফলে সিবিআই স্বাধীনতা হারিয়েছে। কেন্দ্র রাজনৈতিক উদ্দেশ্যে সিবিআই–‌কে ব্যবহার করছে।'‌ অন্ধ্রের সরকারি বিজ্ঞপ্তিতে   ছুটিতে পাঠানো সিবিআই অধিকর্তা অলোক বর্মা ও বিশেষ অধিকর্তা রাকেশ আস্থানার প্রসঙ্গ টেনে এনে বলা হয়েছে, সিবিআইয়ের ওপর আস্থা নেই রাজ্য সরকারের। শুক্রবার নেতাজি ইনডোরে দলের বর্ধিত সভায় সিবিআই প্রসঙ্গ উঠলে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে সমর্থন জানান।