খাশোগি হত্যার পেছনে রয়েছেন সৌদি যুবরাজ, দাবি সিআইএ-র


শুক্রবার সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি(সিআইএ)-র রিপোর্টে বলা হয়েছে, জামাল খাশোগির হত্যার পিছনে হাত রয়েছে সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমানের।

সম্প্রতি যুবরাজ জড়িত না বলে দাবি করেছিলেন খাশোগি মামলায় সৌদি আরবের আইনজীবী।

সিআইএ রিপোর্ট উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সরকারি বিমানে ইস্তানবুলে গিয়ে সাংবাদিক খাশোগিকে হত্যা করে ১৫ সৌদি এজেন্ট। সৌদি দূতাবাসের ভিতরেই হত্যা করা হয়। এই হত্যার পেছনে সরাসরি মদত ছিল যুবরাজ সলমানের।

তবে সিআইএ রিপোর্টকে ভুল বলে দাবি করেছে রিয়াধ। টার্কিও এর আগে অভিযোগ করেছিল খাশোগি হত্যার পিছনে হাত রয়েছে যুবরাজ সলমানের। খাশোগির হত্যার পর থেকে বহুবার নিজেদের বয়ান বদলানোর অভিযোগ উঠেছে সৌদি প্রশাসনের বিরুদ্ধে।