আজ মিকি মাউস-এর শুভ জন্মদিন


সালটা ১৯২৮, দিনটি ১৮ নভেম্বর৷ ৯০ বছর আগে এই দিনটিতে পালটে গিয়েছিল কার্টুন জগত৷ আর্বিভাব হয়েছিল একটি ছোট ইঁদুরের৷ 'স্টিমবোট উইলি' নামের একটি শটে তাকে প্রথম দেখতে পাওয়া যায়৷ সেই সময় এতো গ্রাফিক্স কোথায় ছিল৷ তাই হাতে আঁকাই ছিল ভরসা৷ ধীরে ধীরে হাতে আঁকা এই কার্টুনে একের পর এক চলমান দৃশ্যের সঙ্গে মিউজিক যোগ হল৷ ওয়াল্ট ডিজনি ট্রেনে বসেই এঁকে ফেললেন এই ইঁদুর৷ নাম দিলেন মর্টিমার মাউস৷ তাঁর স্ত্রী লিলিয়ান মর্টিমারকে বদলে দিল মিকি৷ সেই থেকে হয়ে গেল মিকি মাউস৷

এরপর থেকে প্রজন্মের পর প্রজন্ম শৈশবের বন্ধু হয়ে উঠল এই মিকি৷ সবার বয়স বেড়ে গেলেও মিকি মাউসের বয়স যেন বাড়েই না৷ একই রকম রয়ে গিয়েছে এই ছোট্ট ইঁদুর৷ কিন্তু দেখতে দেখতে সে বুড়ো হচ্ছে ! এখন হয়ে গেল নব্বই বছর৷ সময়ের সঙ্গে সঙ্গে মিকির সাম্রাজ্য বিস্তার লাভ করতে চেয়েছে অনেক কার্টুন৷ কিন্তু মিকি তার জায়গায় অটুট৷ দিনের দিনের পর দিন দর্শকের মন জয় করে নিয়েছে৷
 
অন্যান্য কার্টুনের থেকে মিকিতে রয়েছে শিক্ষনীয় বার্তা এমনটাই মনে করছেন অনেকে৷ এক কথায় বলতে গেলে মিকি আসলে আমাদেরই মতো৷ সে আমাদের মতোই ছোট ছোট ভুল করে ফেলে৷ আবার সেই ভুলগুলোকে শুধরে নিতেও জানে। মজা, আনন্দ আর হুল্লোড়ের মাঝে শিক্ষা দিয়ে চলে সে৷ তাই শুধু ছোটদের নয় বড়োদের কাছে এর জনপ্রিয়তা রয়েছে৷

শুভ জন্মদিন মিকি৷