আগামিকাল থেকে কলকাতায় কমছে মেট্রোর সংখ্যা


কলকাতা: উৎসবের মরশুম কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে কলকাতার অফিসগুলি৷ এবার ফের ছন্দে ব্যাঘাত ঘটার সম্ভাবনা তৈরি হল৷ সৌজন্যে কলকাতার মেট্রো পরিষেবা৷

সোমবার থেকেই তিলোত্তমার লাইফলাইনে কোপ বসাতে কর্তৃপক্ষ৷ এতদিন সপ্তাহের কাজের দিনে ৩০০টি করে মেট্রো চলত৷ এবার সেই সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে৷ এখন থেকে রোজ ২৮৪টি করে মেট্রো চলবে৷

মেট্রো কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে, এই বন্দোবস্ত চিরস্থায়ী নয়৷ এটা চলবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত৷ আর মাসখানেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) মেট্রো স্টেশন সংলগ্ন রেলইয়ার্ডের খোলনলচে বদলে ফেলা হবে৷ সেই কারণেই ট্রেনের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে৷ তবে শনি ও রবিবার পরিষেবা আগের মতোই থাকবে৷

কিন্তু শনি-রবিবার মেট্রোর যাত্রী সংখ্যা অনেক কম থাকে৷ বরং অন্যদিন ভিড়ের চাপে মেট্রোয় ওঠাই দায় হয়ে যায়৷ ফলে দৈনিক ১৬টি ট্রেন কমে গেলে, পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে বলে অনেকে আশঙ্কা করছেন৷

যদিও মেট্রো সূত্রে খবর, কর্তৃপক্ষ পরিষেবা স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর৷ তাই ট্রেনের সংখ্যা কমলেও অফিস টাইমে ট্রেনের সময়ের ব্যবধান একই রাখতে মরিয়া তারা৷ কিন্তু শেষপর্যন্ত কী হবে, তা এই বন্দোবস্তের বাস্তবায়নের আগে বলা সম্ভব নয় বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ৷

তবে পরিকাঠামোর মানোন্নয়নের এই কাজ শেষ হয়ে যাওয়ার পর পরিস্থিতি আরও ভালো হবে বলেই তাঁদের আশা৷ মেট্রোর দাবি, এর পর কাজের দিনে ৩০০-র থেকেও অনেক বেশি চালানো সম্ভব হবে৷

কীভাবে তা সম্ভব, সেই ব্যাখ্যাও মিলেছে তাদের কাছ থেকে৷ তাদের দাবি, নেতাজি ও মহানায়ক উত্তর কুমার মেট্রো স্টেশনের মাঝখানে একটি বাঁক আছে৷ সেখানে ট্রেনের গতি ২০ কিমি প্রতি ঘণ্টা রাখতে৷ কিন্তু এই কাজ শেষ হয়ে যাওয়ার পর ঘণ্টায় ৫৫ কিমি গতিবেগে ওই জায়গা দিয়ে ট্রেন চলতে পারবে৷ ফলে সময় অনেকটাই কমবে৷

এছাড়া রেল ইয়ার্ডের ওয়াই সাইডিংয়েরও বদল করা হবে৷ সেখানে নতুন একটি লাইন যোগ করা হবে৷ ফলে সাইডিংয়ে দ্বিমুখী ট্রেন চলাচল অনেক সহজ হবে৷ তাছাড়া সাইডিংয়ে এখন থেকে একটি রেক রাখার ব্যবস্থা করা হবে৷ ফলে জরুরি প্রয়োজনে ওই রেক চালানো হবে৷