রবিবার থেকে দাম বাড়ছে পাউরুটির


কাঁচামালের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ। যার জেরে রাজ্যে পাউরুটির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলেন বেকারি মালিকরা। এ ছাড়াও বেকারিজাত অন্যান্য দ্রব্যের দাম বাড়ানোর কথাও জানানো হয়েছে। 

এই মুহূর্তে রাজ্যে ১ পাউন্ড বা ৪০০ গ্রাম পাউরুটির দাম ২০ টাকা। তা বেড়ে হতে চলেছে ২৪ টাকা। অর্থাৎ, প্রতি পাউন্ড পাউরুটি কিনতে গেলে এবার থেকে ৪ টাকা করে বেশি গুনতে হবে গ্রাহককে। এ ছাড়া কেক-বিস্কুটের মতো অন্যান্য় বেকারিজাত পণ্যের দাম গড়ে ২০ শতাংশ হারে বর্ধিত করা হয়েছে। রবিবার থেকেই রাজ্যজুড়ে বর্ধিত দাম কার্যকর হবে বলে রাজ্যের বেকারি মালিকদের সংগঠনের তরফে জানানো হয়েছে।

জানা গিয়েছে, রাজ্যে ২০১৬ সালের নভেম্বরে শেষবার পাউরুটির দাম বেড়েছিল। সে বার প্রতি পাউন্ড পাউরুটির দাম ২ টাকা করে বাড়ানো হয়েছিল।