জিও, এয়ারটেল, ভোডাফোন বা বিএসএনএল গ্রাহকদের এই পরিষেবা বন্ধ হতে চলেছে


নয়াদিল্লি: আপনি কী রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন বা বিএসএনএল গ্রাহক ? তাহলে দ্রুত এই পরিষেবা বন্ধ হতে চলেছে আপনার জন্য ৷ ট্রাইয়ের সিদ্ধান্তে এমনই হতে চলেছে ৷ পোস্টপেইড পরিষবায় বন্ধ হোক পেপার বিল ৷ সবকটি টেলিকম অপোরেটর্সের কাছে আর্জি ট্রাইয়ের ৷ এই বিষয় গ্রাহকদের মতামতও চেয়েছে টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া ৷

পোস্টপেইড পরিষেবার ক্ষেত্রে বিপুল পরিমাণ পেপার বিল ছাপাতে হয় প্রতিটি টেলিকম অপোরেটরকেই ৷ যার খরচ যেমন অনেক বেশি, সঙ্গে পেপারের প্রয়োজনীয়তাও অনেক ৷ পরিবেষ সুরক্ষার কারণেই পেপারের কম ব্যবহারের কথা উল্লেখ করেছে ট্রাই ৷ অনলাইন বিল পেতে হলে পোস্টপেইড গ্রাহকদের এই বিশেষ পরিষেবার জন্য আবেদন জানাতে হয় ৷ এই পরিষেবাই যাতে সকলে গ্রহণ করে, সেটাই আর্জি রাখছে ট্রাই ৷

তবে ট্রাইয়ের এই আর্জির পিছনে অন্য যুক্তি আনছেন অনেকেই ৷ অনলাইন বিলের মাধ্যমে ডিজিটাল ভারতের পক্ষে সওয়াল করছে ট্রাই ৷ এমন বক্তব্যও উঠে এসেছে ৷ এই বিষয় গ্রাহকদের মতামত সব থেকে গুরুত্বপূর্ণ ৷ তাই সেই দিকে তাকিয়ে রয়েছে টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া ৷