ফের উত্তপ্ত উপত্যকা, অনন্তনাগে জঙ্গী বনাম সেনার গুলি বিনিময়, বন্ধ ইন্টারনেট

কোকেরনাগ এলাকায় গা ঢাকা দিয়ে আছে ৩জন জঙ্গী ।

শ্রীনগর: আরও একবার কাশ্মীর উপত্যকার অনন্তনাগ । অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় নিরাপত্তারক্ষী ও সন্ত্রাসবাদীর মধ্যে শুরু হয়েছে গুলির লড়াই ।কোকেরনাগ এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে ৩জন জঙ্গী ।

সকাল থেকেই কোকেরনাগ এলাকার গাদোল ও ভাইলু গ্রামে জঙ্গী বনাম নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় শুরু হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলেছে সেনা ও নিরাপত্তারক্ষীরা । বন্ধ রয়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ।
এদিন সন্ত্রাসবাদীদের চারটি গুপ্ত ঘাঁটি ধ্বংস করে দিয়েছে নিরাপত্তা বাহিনী । এরপরই জঙ্গী বনাম সেনা এনকাউন্টার শুরু হয় । জম্মু-কাশ্মীরের ডিসিপি এস পি বৈদ জানিয়েছেন কয়েক রাউন্ড গুলিবিনিময়ের পর আপাতত বন্ধ হয়েছে সংঘর্ষ । জঙ্গীদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী । ঘটনায় আহত হয়েছেন এক যুবক । চিকিৎসা চলছে ওই যুবকের।