রাখিবন্ধনে ১ লাখ বোনকে নরেন্দ্র মোদীর উপহার, স্বপ্ন দেখালেন জনগণের টাকায়


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখিবন্ধনের উপহার দিলেন। ১ লাখ মহিলাকে ১ লাখ বাড়ি। গুজরাতের ভালসাড জেলায় একটি অনুষ্ঠানে তিনি এই উপহারই তুলে দিলেন 'বোনেদের' হাতে।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি করা এই বাড়িগুলিই রাখির উপহার হিসেবে দেখার জন্য অনুরোধ করলেন মোদী।
 
ভিডিওর মাধ্যমে ২৬টি জেলার মহিলাদের সম্বোধন করে নরেন্দ্র মোদী বলেন, ' আমি রাজ্যের সেই সব মহিলাদের সঙ্গে কথা বলার সুযোগ পেলাম, যাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির চাবি পেলেন। গুজরাতের বোনেদের জন্য এটাই আমার রাখির উপহার।''

গুজরাতের ২৬টি জেলায় ১.১৫ লাখ বাড়ি বানানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায়। খরচ হয়েছে ১,৭২৭ কোটি টাকা। বৃহস্পতিবার নরেন্দ্র মোদী এই বাড়িগুলির 'ই-গৃহপ্রবেশ' করেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে।
''রাখির আগে ১ লাখ বাড়ি তৈরি করে দেওয়া আমার কাছে সন্তুষ্ট হওয়ার মুহূর্ত'', বলেন মোদী।
 
একই সঙ্গে তিনি বলেন, ২০২২ সালের মধ্যে প্রত্যেক ভারতবাসী যাতে তাঁর নিজের বাড়িতে থাকতে পারেন, এটাই তাঁর স্বপ্ন।

গত নভেম্বরে কেন্দ্রীয় সরকার সারা দেশে গরিবদের জন্য ৫০ লক্ষেরও বেশি বাড়ি তৈরি করার লক্ষ্যমাত্রা ধার্য করেছিল। গ্রামোন্নয়ন মন্ত্রকের বক্তব্য, ২০১১ সালের আর্থ-সামাজিক জনগণনার তথ্যের উপর ভিত্তি করেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।