‌উঠে গেল বেশ কয়েকটি ট্রেনের ‘‌ফ্লেক্সি ফেয়ার’,‌ দিওয়ালির আগেই কমছে ভাড়া


সামনেই দিওয়ালি। তার আগে সাধারণ মানুষের জন্য সুখবর শোনাল ভারতীয় রেল মন্ত্রক। উঠে গেল ১৫টি ট্রেনের ফ্লেক্সি ফেয়ার। এছাড়া আরও ৩২টি ট্রেনে তিন মাসের জন্য তুলে দেওয়া হচ্ছে ফ্লেক্সি ফেয়ার। যার মধ্যে রয়েছে হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস। শুধু তাই নয়, ১.‌৫ গুণ থেকে কমিয়ে ১.‌৪ গুণ করা হচ্ছে ফ্লেক্সি ফেয়ারের ভাড়া। আয় বাড়াতে ২০১৬ সালে রাজধানী, দুরন্ত, শতাব্দী, হামসাফরের মতো ১৪২টি এক্সপ্রেস ট্রেনে চালু হয়েছিল এই ফ্লেক্সি ফেয়ার ব্যবস্থা। এই ব্যবস্থা অনুযায়ী, কোনও দিন ১০ শতাংশ টিকিট বিক্রি হওয়ার পর বাকি টিকিটে দাম প্রায় ১০ শতাংশ হারে বেড়ে যায়। শুরুর দিকে এই পদ্ধতিতে রেলের আয় বাড়তে থাকলেও পরে দেখা যায়, এসি প্রথম শ্রেণি ও টু টিয়ারে টিকিটের দাম আকাশছোঁয়া হয়ে যাওয়ার যাত্রী সংখ্যা অনেক কমে যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই বর্ধিত টিকিট মূল্যের কারণে যাত্রী সংখ্যা একেবারে তলানিতে এসে ঠেকেছিল। বাড়তি আয়ের লক্ষ্যে চালু করা ফ্লেক্সি ভাড়ার কারণে লাভের বদলে ক্ষতির সম্মুখীন হতে থাকে ভারতীয় রেল। এরপরই সেপ্টেম্বরের মাঝামাঝি রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বর্ধিত ভাড়া তুলে দেওয়া হবে। বুধবার রেলমন্ত্রী জানান, কিছু ক্ষেত্রে সম্পূর্ণ ও কিছু ক্ষেত্রে আংশিকভাবে তুলে দেওয়া হবে এই ব্যবস্থা। যে রুটগুলিতে যাত্রী সংখ্যা অনেক কমেছে, সেই সব রুটের ১৫টি ট্রেনে ফ্লেক্সি ভাড়া পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। অন্য ৩২টি দূরপাল্লার ট্রেনে ফেব্রুয়ারি, মার্চ এবং আগস্ট– এই তিন মাসের জন্য তুলে দেওয়া হবে '‌ফ্লেক্সি ফেয়ার'‌। এর মধ্যে আছে হাওড়া-এনজেপি শতাব্দী এক্সপ্রেস। বাকি ৯৫টি ট্রেনে আপাতত ফ্লেক্সি ভাড়া চালু থাকছে। ফ্লেক্সি ভাড়া চালু থাকছে যে সব ট্রেনে সেখানে যদি যাত্রার দু'দিন আগে ৬০ শতাংশের বেশি আসন খালি থাকে তাহলে ফ্লেক্সি ভাড়ায় ২০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে রেল।