মাটির নীচ দিয়ে প্লেনের জ্বালানি যাবে বাংলাদেশ এয়ারপোর্টে


ঢাকা: ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের জ্বালানি আসবে৷ এমনই একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর জন্য নদীর তলা দিয়েই আসবে পাইপ লাইন৷ নির্বাচনের আগে এটা শেখ হাসিনা সরকারের অন্যতম চমক বলেই মনে করা হচ্ছে৷

জানা গিয়েছে, শীতলক্ষ্যা নদীর পিতলগঞ্জ এলাকা থেকে ঢাকার কুর্মিটোলা অ্যাভিয়েশন ডিপো পর্যন্ত ১৬ কিলোমিটারে বসবে আট ইঞ্চি ব্যসের পাইপ৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এই প্রকল্পের ভিত্তিস্থাপন করবেন৷

প্রকল্পের আওতায় শীতলক্ষ্যার তীরে একটি জেটি নির্মাণ করা হবে। ছয় একর জমিতে পাম্পিং সুবিধাসহ তিনটি স্টোরেজ ট্যাংক নির্মাণ করা হবে, যেগুলোর ধারণ ক্ষমতা হবে ৯ হাজার টন। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২২৮ কোটি ৪৯ লক্ষ টাকা৷ এই অর্থের যোগান দেবে পেট্রো বাংলা৷ আগামী দেড় বছরের মধ্যে প্রকল্পটি চালুর আশা করা হচ্ছে৷

পেট্রোলিয়াম কর্পোরেশন আমদানি করা 'জেট এ-১' জ্বালানি চট্টগ্রামে পদ্মা অয়েল কোম্পানির জেটি থেকে নদীপথে নারায়ণগঞ্জে আনা হয়৷ এখান থেকে প্রায় এক হাজার টন জ্বালানি আনা হয় কুর্মিটোলার এভিয়েশন ডিপোতে। নতুন প্রকল্পে এর চাপ অনেকটাই মুক্ত হবে বলে মনে করা হচ্ছে৷