দেশের প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করল আইআইটি মাদ্রাজ


এখন থেকে প্রত্যেক ভারতীয়র ফোন বা সিসিটিভিতে থাকতে পারে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি মাইক্রোপ্রসেসর। কারণ দেশের প্রথম মাইক্রোপ্রসেসর '‌শক্তি'‌ তৈরি করে ফেলেছে আইআইটি মাদ্রাজ। ইসরো চণ্ডীগড়ের সেমি কন্ডাক্টর ল্যাবরেটরিতে বানানো এই মাইক্রোচিপ ব্যবহারের ফলে বিদেশ থেকে মাইক্রোচিপ আমদানির প্রবণতা কমবে। একইসঙ্গে রেহাই মিলতে পারে সাইবার হামলার আতঙ্ক থেকেও।

আইআইটি মাদ্রাজের আরআইএসই ল্যাবরেটরির প্রধান গবেষক কামকোটি বিজিনাথন বললেন, প্রসেসর বুঝতে পারে এমন পদ্ধতিতে ডিজাইন করা হয়েছে এই মাইক্রোচিপ। কারণ প্রতিটি যন্ত্রের নিজস্বতা আছে এবং তাদের হার্ডওয়্যারের ধরনও আলাদা। যাতে সব কিছুতেই সহজে ব্যবহার করা যায় শক্তি মাইক্রোচিপকে সেভাবেই এটা তৈরি হয়েছে। ওপেন–সোর্স হাই লেভেল সিন্থেসিস ল্যাঙ্গুয়েজ বা ভাষা ব্যবহার করা হয়েছে চিপে। দেশীয় এই মাইক্রোপ্রসেসরের ব্যাপারে ইতিমধ্যেই উৎসাহ প্রকাশ করেছে দেশের ১৩টি কোম্পানি। বাণিজ্যিক ক্ষেত্রে কীভাবে এই মাইক্রোপ্রসেসর ব্যবহার করা সম্ভব তা নিয়ে আইআইটি মাদ্রাজের সঙ্গে আলোচনাও শুরু করে দিয়েছে কোম্পানিগুলি। আগামী মাসের মধ্যেই দেশের প্রথম মাইক্রোপ্রসেসর '‌পরাশক্তি'‌ সুপার কম্পিউটারে ব্যবহারের জন্য সম্পূর্ণ তৈরি হয়ে যাবে বলে জানিয়েছে আইআইটি মাদ্রাজ।