কমল পেট্রোলের দাম, তবে ডিজেল রইল অপরিবর্তিত


গত কয়েকমাসে ক্রমশ উর্ধ্বমুখী হয়েছিল পেট্রোল, ডিজেলের দাম। তবে এবার কিছুটা হলেও কমছে পেট্রোপণ্যের দাম। বৃহস্পতিবারও কমল পেট্রোলের দাম। ফলে দিওয়ালির আগে কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ। তবে ডিজেলের দাম রয়েছে অপরিবর্তিত। কলকাতায় পেট্রোলের দাম কমেছে লিটার পিছু ১৮ পয়সা। নয়া দাম প্রতি লিটার ৮১.২৫ টাকা। অন্যদিকে, দেশের বাকি তিন মহানগরেও কমেছে পেট্রোলের দাম। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম কমে দাঁড়িয়েছে লিটার প্রতি ৭৯.৩৭ টাকা। মুম্বই এবং চেন্নাইয়ে লিটার প্রতি দাম যথাক্রমে ৮৪.‌৮৬ টাকা এবং ৮২. ৪৬ টাকা। তবে, পেট্রোলের দামে স্বস্তি ফিরলেও, ডিজেলের দাম একই রয়েছে দেশের চার মহানগরে। দিল্লিতে ডিজেলের দাম লিটার প্রতি ৭৩.৭৮ টাকা। অন্যদিকে, মুম্বইয়ে দাম লিটার প্রতি ৭৭.৩২ টাকা। কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি ৭৫.৬৩ টাকা এবং চেন্নাইয়ে দাম লিটার প্রতি ৭৮ টাকা।