তিন তালাক একটি অপরাধ, জানিয়ে দিল মন্ত্রিসভা


নিউ দিল্লি: অবশেষে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিন তালাক বিলের সংশোধনী পাশ হয়ে গেল। গতমাসেই রাজ্যসভার সদস্যরা তিন তালাক বিল নিয়ে সিদ্ধান্তে আসতে ব্যর্থ হয়েছিল।

তিন তালাক আইন, সরকারিভাবে যার আরেক নাম- মুসলমান মহিলা বিল 2017, তিনটি বিতর্কিত বিধানকে এখন থেকে সংশোধিত করে দিল।

প্রথম বদল হল, একমাত্র কোনও মহিলা বা তাঁর ঘনিষ্ঠ আত্মীয় বা আত্মীয়াই তিন তালাক নিয়ে স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে পারবে। এতদিন এই ইসলামিক অনুশীলন 'তিন তালাক'-এর ফলে কোনও স্বামী তার স্ত্রী'কে তিনবার 'তালাক' বলে দিলে বা লিখে দিলেই সে তার স্ত্রী'কে বিবাহ বিচ্ছিন্না করে দিতে পারত।

দ্বিতীয় সংশোধনীর ফলে স্বামী যদি কোনও আপোষে আসতে রাজি হয় তাহলে সংশ্লিষ্ট মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে করা মামলাটি তুলে নিতে পারবেন।    

তৃতীয় সংশোধনীর ফলে, ধৃত স্বামীকে আদালত একমাত্র জামিন দিতে পারবে তার বিবাহবিচ্ছিন্না স্ত্রী'র বয়ান নেওয়ার পরেই। তার আগে কোনওভাবেই নয়।