৫০,০০০ ভারতীয় মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন

নয়াদিল্লি: মার্কিন মুলুকে ট্রাম্প শাসনকালে কঠোর হয়েছে মার্কিন নাগরিকত্বের আইন । তবে পরিসংখ্যান বলছে অন্য কথা । গত এক বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়ের সংখ্যা ছাড়িয়েছে ৫০,০০০ । এই বৃদ্ধির হার প্রায় ১০ শতাংশ । নাগরিকত্ব গ্রহণে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, শীর্ষে রয়েছে মেক্সিকো।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র-নিরাপত্তা দফতরের একটি রিপোর্ট অনুযায়ী ২০১৭তে প্রায় ৪,৫০০-এর বেশি ভারতীয় আমেরিকান নাগরিকত্ব গ্রহণ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে ভারতীয়ের সংখ্যা প্রায় ৫০,৮০২।

নিউ ইয়র্ক টাইমসের মতে মার্কিন প্রেসিডেন্ট অভিবাসীর সংখ্যা হ্রাস করার জন্য পরিকল্পনা করছেন । এমতাবস্থায় এই পরিসংখ্যান যদিও অন্য কথাই বলছে । সাধারণত, নাগরিকত্ব অর্জন করার পরই ভোটাধিকার ও কাজ করার পারমিট পাওয়া যায়। মূলত গ্রীন কার্ড হোল্ডাররাই এই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন ।