RSS আনছে গোমূত্র ও গোবরের সাবান-ফেসপ্যাক, মিলবে অ্যামাজনে


গোমূত্র ও গোবর দিয়ে তৈরি সাবান ও ফেসপ্যাক। আরও নানা কসমেটিক্স। সবই পেয়ে যাবেন অ্যামাজনে। এই পুজো থেকেই। থাকছে মোদী কুর্তা ও যোগী কুর্তা এবং হরেক রকমের ওষুধও। সৌজন্যে উত্তরপ্রদেশে RSS পরিচালিত একটি ফার্মেসি। 

মথুরায় RSS-এর সংস্থা দীন দয়াল ধাম প্রাথমিকভাবে ৩০টি অন্য রকমের ব্যক্তিগত যত্ন ও হজমের দাওয়াই কামধেনু আর্কের মতো চিকিত্‍‌সা সংক্রান্ত দ্রব্য অনলাইনে বিক্রি করবে অক্টোবর মাস থেকে। এর দর্জি শাখা আবার ১০ রকমের জিনিসও বিক্রি করবে। RSS-এর মুখপাত্র অরুণ কুমার জানিয়েছেন, স্থানীয়দের চাকরির সুযোগ করে দিতেই অনলাইনে এই সব দ্রব্য বিক্রি করার কথা ভাবা হয়েছে। দীন দয়াল ধাম প্রতি মাসে ১ লাখ টাকার সাজগোজের জিনিস ও ওষুধ এবং ৩ লাখ টাকার অ্যাপারেল বিক্রি করবে বলে জানিয়েছেন তিনি। 
গোমূত্র ও মেথি দিয়ে তৈরি কামধেনু আর্ক ছাড়াও এই ধাম বিক্রি করবে গোলমরিচ, আমলা, তুলসী, কামধেনু মধুনাশক চুর দিয়ে তৈরি টনিক ঘনবতী। এটি ডায়বটিস ও স্থূলতায় বিশেষ কার্যকরী বলে দাবি করা হয়েছে। এছাড়াও থাকছে শ্যাম্পু, ফেসপ্যাক, টুথপেস্ট-সহ নানা জিনিস। ধামের ডেপুটি সেক্রেটারি মণীশ গুপ্তা জানিয়েছেন, কোনও সিন্থেটিক জিনিস এই দ্রব্যে ব্যবহৃত হয়নি। সাবান, ফেসপ্যাকের মূল উপদানই হল গোমূত্র ও গোবর। তাঁর কথায়, 'আমরা গোমূত্র ও গোবর সংগ্রহ করে তা দিয়েই এগুলি তৈরি করি।'