অফিস টাইমে ফের সোদপুর স্টেশনে অবরোধ, বিপাকে যাত্রীরা


শিয়ালদহ মেন শাখায় অবরোধের জেরে ব্যাপক দুর্ভোগের শিকার অফিস যাত্রীরা। বুধবার বিকেলে শিয়ালদহ মেন শাখার সোদপুরে হঠাৎই ট্রেন অবরোধ করেন নিত্যযাত্রীরা। বিকেল পাঁচটা নাগাদ অবরোধ শুরু হয়।

নিত্যযাত্রীদের অভিযোগ, একটি ধর্মীয় মিছিলে যোগ দিতে যাওয়া কিছু যাত্রী দা, কাটারি, তরোয়ালের মতো ধারালো অস্ত্র নিয়ে ট্রেনে ওঠেন। সোদপুর স্টেশনের অবরোধকারী এক যুবক বলেন, "সাড়ে চারটে নাগাদ ডাউন নৈহাটি-মাঝেরহাট লোকালের জন্য সোদপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলাম। ট্রেনটি যখন প্ল্যাটফর্মে ঢুকছে তখন দেখি দরজায় কিছু যুবক ঝুলছেন। তাঁদের হাতে দা, কাটারির মতো ধারালো অস্ত্র।"
অন্য যাত্রীদের অভিযোগ শুধু ওই ট্রেন নয়। বিভিন্ন ট্রেনেই একই ছবি। এক যাত্রীর অভিযোগ, ৪.৫০ মিনিটের আপ ব্যারাকপুর  লোকাল থেকে নামার সময় এক দল যাত্রী প্রতিবাদ করে। তাতে উল্টে তাঁদের শাসানো হয় বলে অভিযোগ। নিত্যযাত্রীদের অভিযোগ, কী ভাবে রেল পুলিশ এ ভাবে দা-কাটারি নিয়ে ট্রেনে উঠতে দেয় যাত্রীদের? রেল পুলিশের গাফিলতির অভিযোগ এবং যাত্রী সুরক্ষার দাবি তুলে অবরোধ করেন নিত্যযাত্রীদের একাংশ।

ফলে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দিতে হয়। বিপদে পড়েন অফিস ফেরতা যাত্রীরা। রেল পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। প্রায় এক ঘণ্টা পর সওয়া ছ'টা নাগাদ পুলিশের মধ্যস্থতায় অবরোধ উঠে যায়। তবে এক ঘণ্টা মেন শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকায়, একাধিক ট্রেন বাতিল করতে হয়। অবরোধ উঠে যাওয়ার পরও তার রেশ থাকে অনেকক্ষণ।