মিশতে পারে Canara Bank, Syndicate Bank and UCO Bank


নয়াদিল্লিঃ  দেশের ব্যাংকিং ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার। গত এক বছর আগেই এসবিআইয়ের সঙ্গে বেশ কয়েকটি ব্যাংককে মিশিয়ে দেওয়া হয়েছিল। গত কয়েকদিন আগে একই ভাবে ব্যাংক অফ বরোদা, বিজয় ব্যাংক এবং দেনা ব্যাংককে মিশিয়ে দেওয়া হয়েছে।

মূলত ক্ষতির পরিমাণ ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রক। মূলত খুব বড় ব্যাংক-মোটামুটি ব্যাংক এবং খারাপ ব্যাংক এই তিন ফর্মুলাতে ব্যাংকগুলিকে মার্জ করছে কেন্দ্রীয় সরকার। মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে আরও কয়েকটি ব্যাংককে মিশিয়ে দেওয়া হতে পারে। মূলত আর্থিক লোকসানের বোঝা ক্রমশ যাতে কম করা যায় সেজন্যে এমন সাহসী সিদ্ধান্ত নিচ্ছে মোদী সরকার।

আগামী কয়েকমাসের ব্যাংকিং ক্ষেত্রে দুটি পরিবর্তন আনা হতে পারে। মিশিয়ে দেওয়া হতে পারে 1. Punjab National Bank, Indian Bank, Indian Overseas Bank। শুধু তাই নয়, Canara Bank, Syndicate Bank and UCO Bank এই তিনটি ব্যাংকের ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার।

Congress MPs Welcome Mamata's Foreign Tour1K viewsNews
1. Punjab National Bank, Indian Bank, Indian Overseas Bank

The current business of PNB, Indian Bank and Indian Overseas Bank range in Rs 10,45,650 crore, Rs 3,74,550 crore and Rs 3,61,928 crore respectively. The deposits in three banks are Rs 630311 crore, Rs 210170 crore, Rs 213168 crore respectively. The Net NPA of PNB is 10.58%, Indian Bank 3.80% and Indian Overseas Bank 15.10%. The number of branches of these three banks are 6,993, 2,819 and 3,326 respectively.

2. Canara Bank, Syndicate Bank and UCO Bank

The total business of Canara Bank, Syndicate Bank and UCO Bank is Rs 8,63,359 crore, Rs 4,74,976 crore and Rs 2,76,784 crore respectively. Deposits in the three banks are Rs 5,00,866 crore, Rs 4,05,939 crore and Rs 1,78,211 crore. The net NPA of Canara Bank is 6.9%, Syndicate bank 6.64% and 12.74% respectively.