ক্লার্কের পদের জন্যে প্রচুর কর্মী নিয়োগের সিদ্ধান্ত এই ব্যাংকের


ভারতে তরতরিয়ে বাড়ছে বেকারত্বের সংখ্যা৷ অনেকেই কারণ হিসেবে দায়ী করেন সঠিক সুযোগের অভাবকে৷ কিন্তু, সুযোগ রয়েছে একেবারে আপনার হাতের নাগালে৷ ইন্সটিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন (আইবিপিএস) ১৯ টি ব্যাংকে কেরানি (ক্ল্যারিক্যাল) পদের জন্য শুরু করল আবেদন প্রক্রিয়া৷ শূন্যপদের জন্য অনলাইন আবেদন শুরু  ১৮ সেপ্টেম্বর, আবেদনের শেষ দিন থাকছে ১০ অক্টোবর, ২০১৮৷ মোট শূন্যপদের সংখ্যা থাকছে ৭২৬০ টি৷

প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে আগামী ৮, ৯, ১৫, ১৬ ডিসেম্বর৷ মেন পরীক্ষাটির জন্য সঠিক কোন তারিখ এখনও জানা যায়নি৷ তবে, আগামী জানুয়ারীতে হতে পারে ক্ল্যারিক্যাল ক্যাডর পোস্টের মেন পরীক্ষাটি৷ চলতি বছরের নভেম্বর মাসেই আবেদনকারীরা ট্রেনিং কল লেটার ডাউনলোড করতে পারবেন৷ ট্রেনিংটি ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে হতে চলেছে৷

সরকারি ব্যাংকগুলিতে কেরানি পদের নিয়োগের জন্য প্রার্থীকে দুটি পরীক্ষাতেই (প্রিলিমিনারি এবং মেন) উত্তীর্ণ হতে হবে৷ এখানে থাকছে না কোন ইন্টারভিউ সেকশন৷ শুধুমাত্র লিখিত পরীক্ষার মধ্যে দিয়েই নির্বাচন করা হবে যোগ্য প্রার্থীকে৷ বিশদ জানতে চোখ রাখুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (www. ibps.in)৷

১৮ সেপ্টেম্বর থেকে অ্যাক্টিভেট করা হবে আবেদনের লিঙ্কটি৷ জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি থাকছে ৬০০ টাকা৷ অন্যদিকে, তফশিলি জাতি-উপজাতি প্রার্থীদের জন্য আবেদন ফি থাকছে ১০০ টাকা৷