"জমি জরিপে লাগবে ২৫ হাজার", ঘুষ চাইছেন সরকারি কর্মীরা


জলপাইগুড়ি : জমি জরিপ করার জন্য প্রকাশ্যে ২৫ হাজার টাকা ঘুষ নিচ্ছেন সরকারি কর্মীরা। সামনে এল ভিডিয়ো। টাকা না দিলে সাহেবরা সই করবেন না। দাবি করছেন কর্মীরা। জলপাইগুড়ি সদর মহকুমা ভূমি ও ভূমি রাজস্ব বিভাগের কর্মীদের টাকা চাইবার ভিডিয়ো ভাইরাল।

ভূমি ও ভূমিরাজস্ব বিভাগের কর্মীরাই জমির মালিকের কাছ থেকে টাকা চাইছেন। কর্মীরা ভিডিয়োতে বলছেন, "জমি জরিপের জন্য চাই ২৫ হাজার টাকা। কোনও কম হবে না। জমি জরিপ করতে হলে করুন, না হলে ছেড়ে দিন।" অফিসের ছাদে নিয়ে গিয়ে জমি জরিপের কাজের জন্য ২৫ হাজার টাকা চাইলেন দপ্তরের কর্মীরা। অভিযুক্ত দুই কর্মী।

জলপাইগুড়ি জেলাজুড়েই জরিপের কাজ হচ্ছে। বিবেকানন্দ পল্লির বাসিন্দাদের ঘুরিয়ে দেওয়া হচ্ছে। জমি জরিপের কথা হলেই বিভাগের কর্মীরা নানা অছিলায় টাকা দাবি করছেন বলে অভিযোগ। 

বিষয়টি নিয়ে ভূমি ও ভূমি রাজস্ব বিভাগের আধিকারিক ডিচেনমিট লোকসাম বলেন, "অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হবে।"