বর্বরোচিত: বিএসএফ জওয়ানের দেহ ক্ষতবিক্ষত করল পাক সেনা


শ্রীনগর: বিএসএফ-এর এক জওয়ান শহিদ হন মঙ্গলবারে পাক সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনে৷ জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরের ঘটনা৷ ১৮ অগস্ট, ইন্দো-পাক সীমান্তে ওই বিএসএফ জওয়ানের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়৷

গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন ওই জওয়ান৷ সূত্রের খবর, পাকিস্তান বর্ডার অ্যাকশন টিম তাকে নৃশংসভাবে হত্যা করে৷ জওয়ানের অস্ত্র কেড়ে নেওয়া হয়, চিরে দেওয়া হয় গলা৷ দেহে একাধিক ছুরির আঘাতও রয়েছে৷ শরীর থেকে মাথা আলাদা করে দেওয়ার মতো বর্বরোচিত প্রচেষ্টাও বাদ যায়নি বলে জানা গিয়েছে৷

অনুসন্ধানের সময় শহিদ জওয়ানের দেহ উদ্ধার হয়৷ এদিকে ইন্দো-পাক ক্রিকেট ম্যাচের আগে এই ধরণের বর্বরোচিত ঘটনা দুই দেশের খেলায় প্রশ্ন তুলে দিয়েছে৷ এদিকে সূত্রের খবর, পাক প্রধানমন্ত্রী এবং প্রাক্তন ক্রিকেট তারকা ইমরান খান বুধবার দুবাইয়ে এই ম্যাচ উপলক্ষ্যে উপস্থিত থাকবেন৷

প্রসঙ্গত, তিনদিন আগে জম্মুর রাজৌরির নৌসেরা সেক্টরে পাক সেনার গুলিতে এক ভারতীয় সেনা আহত হন৷

এদিকে, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার জেলার ঘটনা। সেখানকার কাকাপোরা রেলওয়ে স্টেশনের কাছে ১৮৩ ব্যাটেলিয়ানের এক সিআরপিএফ ক্যাম্পে গ্রেনেড বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা। বেশ কিছুদিন ধরেই সীমান্তে সিআরপিএফ এবং জঙ্গিদের মধ্যে গোলাগুলি চলছিল৷ তারমধ্যেই মধ্যে ঘটল এই গ্রেনেড বিস্ফোরণের ঘটনা।

সিআরপিএফ জওয়ানের পাল্টা আক্রমণে পিছু হটতে বাধ্য হয় জঙ্গিরা। এখনও পর্যন্ত দুপক্ষের এই লড়াইয়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে একজন জওয়ান আহত হয়েছেন বলে সূত্রের খবর। তার নাম মোইন খান। একটি স্থানীয় হাসপাতালে তিনি চিকিৎসাধীন। এদিন রাত দেড়টায় এই ঘটনা ঘটে। কাকাপোরা সীমান্ত অঞ্চলটিকে সেনা এবং নিরাপত্তা রক্ষীরা ঘিরে রেখেছেন। জঙ্গীদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।