সরকারি কর্মীদের জন্যে ঘোষণা: ৪৫ বছর হলেই মিলবে স্বেচ্ছাবসর


কলকাতা:  নতুন করে ফের সরকারি পরিবহণ নিগমগুলিতে স্বেচ্ছাবসর প্রকল্প চালু হচ্ছে। এই প্রকল্প চালু হওয়াতে বেশ কয়েকটি ক্ষেত্রে রদবদল আনা হচ্ছে। যেমন এই প্রকল্পে অংশ নেওয়ার জন্য বয়সসীমা পাঁচ বছর কমানো হয়েছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত বিভিন্ন সময়ে মোটা চারবার স্বেচ্ছাবসর প্রকল্প চালু হয়েছে। এমনটাই বাংলা এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে।

সেই সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে, গত বছরে এই প্রকল্পে অংশ নেওয়ার জন্য কর্মীদের বয়সসীমা রাখা হয়েছিল ৫০ বছর। এই বছর তা কমিয়ে ৪৫ বছর করা হয়েছে। এই নিয়ে পরিবহণ দফতরের এক আধিকারিক বাংলা ওই সংবাদমাধ্যমকে জানিয়েছন, অনেক সময় দেখা যায় দু'-এক বছরের জন্য প্রকল্পে অংশ নিতে পারেন না কেউ কেউ। তাই এবার বয়সসীমা কিছুটা কমানো হয়েছে।

অন্যদিকে, গত বছরের স্বেচ্ছাবসর প্রকল্পে আর্থিক পাওনাগণ্ডা নিয়ে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের দফতরের বিক্ষোভ দেখান কিছু প্রাক্তন কর্মী। যদিও এনিয়ে নিগমের এক কর্তা বলেন, নিয়ম মতো যা প্রাপ্য, তা কর্মীরা পেয়েছেন। বাকি যদি কোনও বকেয়া থাকে তা শীঘ্রই মিটে যাবে।