স্টেট ব্যাংকের ক্রেডিট কিংবা ডেবিট কার্ড ব্যবহার করেন? তাহলে অবশ্যই পড়ুন


ব্যালেন্স শেষ? কাছকাছি রিচার্জ শপের অভাব? চিন্তা নেই৷ মোবাইলের টপ-আপ রিচার্জের জন্য পৌঁছে যেতে পারেন নিকটবর্তী এসবিআই এটিএম কাউন্টারে৷ লগ্নির দিক থেকে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে ভারতীয় স্টেট ব্যাংক৷

সারা দেশ জুড়ে ব্যাংকটির ৫৯,৫৪১ টি (৩১ মার্চ, ২০১৮) এটিএম কাউন্টার জালের ন্যায় ছড়িয়ে রয়েছে৷ গ্রাহকদের চাহিদা মেটাতেই এসবিআই বিভিন্ন সময়ে এনেছে একাধিক পরিষেবা৷ যেগুলি সর্ম্পকে এখনও অনেকেই অবগত৷ রইল সেই রকমই বেশ কিছু অজানা পরিষবার হদিশ৷

১) এসবিআই ক্লাসিক ডেবিট কার্ড ব্যবহার করে গ্রাহক দিনে সর্বোচ্চ ৪০,০০০ টাকা তুলতে পারবেন৷ এছাড়া, অন্যান্য উচ্চমানের কার্ড ব্যবহার করে এক লাখ (দিনে) পর্যন্ত টাকা তুলতে পারবেন গ্রাহকরা৷ কয়েক মুহূর্তে টাকা পেতে সাহায্য করবে'ফাস্ট ক্যাস'পরিষেবাটি৷

২) অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে নির্দিষ্ট সময়ের ব্যবধানে বদলে ফেলতে পারেন অ্যাকাউন্ট পিন নম্বর৷ তবে, নতুন নির্দেশিকা অনুযায়ী সেজন্য দিতে হবে একটি চার্জ৷

৩) এটিএম কার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট ব্যালেন্স পরীক্ষা করার সুযোগ পান গ্রাহকেরা৷ ব্যালেন্স-চেক করার পর গ্রাহক একটি রিসিপ্টও পেয়ে থাকেন৷

৪) যে কোন এসবিআই এটিএম কাউন্টার থেকে করাতে পারেন মোবাইল টপ-আপ রিচার্জ৷

৫) নিকটবর্তী শাখায় না গিয়েও চেক বুক অর্ডার করতে পারেন গ্রাহকরা, প্রয়োজন পড়বে না কোন ট্রান্সজ্যাকশন স্লিপের৷ তবে, প্রয়োজনীয় তথ্য প্রদান করে নিয়মিত আপডেটেড রাখুন নিজের অ্যাকাউন্টকে৷ কারণ, আপডেটেড ঠিকানাতেই পৌঁছবে আপনার চেকবুক৷