সন্ত্রাসবাদ দমনে ফ্রান্সকে পাশে পেল ভারত


প্যারিস: স্বাধীনতার পর থেকে ভারত সন্ত্রাসের শিকার৷ অপরদিকে সাম্প্রতিক অতীতে একাধিক জঙ্গি হানায় রক্তাক্ত হয়েছে ফ্রান্স৷ বিভিন্ন দেশের গণ্ডি পেরিয়ে সন্ত্রাসবাদ এখন গোটা বিশ্বের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ তাই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে৷ সন্ত্রাসবাদ দমনে তাই হাত মেলাল ভারত ও ফ্রান্স৷

এ দিন ফ্রান্সের বিদেশমন্ত্রী জে ওয়াই লে ড্রিয়ানের সামনে সাংবাদিকদের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, ''দুই দেশের নৈতিক কর্তব্য তাদের দেশের নাগরিকদের নিরপত্তা দেওয়া৷ তাই দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে সহযোগিতা থাকা দরকার৷ সন্ত্রাসবাদ দমনে ভারত ও ফ্রান্স একে অপরকে সাহায্য করবে৷''

এক সপ্তাহ ব্যাপী চারটি ইউরোপ দেশে সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ সোমবারই পৌঁছন প্যারিসে৷ এর পর যাবেন লাক্সেমবার্গ ও ব্রুসেলে৷ এ দিন সাংবাদিকদের সামনে সুষমা বলেন, ''দ্বিপাক্ষিক আলোচনা ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে একে অপরকে সাহায্য করব আমরা৷ নিউক্লিয়ার সাপ্লাইয়ার গ্রুপে ভারতকে স্থায়ী সদস্য করার যে সমর্থন দেখিয়েছে ফ্রান্স তার জন্য ধন্যবাদ৷''

অপরদিকে ফ্রান্সের বিদেশমন্ত্রী লে ড্রিয়ানও ভারতকে সবরকম সাহায্যের আশ্বান দেন৷ ভবিষ্যতে প্রতিরক্ষা ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতা বাড়ার কথা জানান৷