রোগীমৃত্যুর পূর্বাভাস দেবে গুগল

রোগী কবে-কখন মরবেন, তা-ও এ বার বলে দেবে গুগল। এ জন্য বিশেষ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (AI) সিস্টেম তৈরি করছে গুগল। সেই সিস্টেমই আবহাওয়ার মতো মানুষের শরীক গতিকের পূর্বাভাস দেবে। 

গুগলের দাবি, তাদের তৈরি AI সিস্টেম রোগশয্যায় থাকা ব্যক্তির সম্ভাব্য মৃত্যুর সময় বলে দিতে পারবে। হাসপাতালে কদ্দিন কোন রোগীকে ভর্তি থাকতে হবে, ফের হাসপাতালে ভর্তি করতে হবে কি না, সেসবই বলে দেবে ওই AI সিস্টেম।

Google-এর অ্যালগরিদম ক্যানসার রোগীর মৃত্যুর ঝুঁকি ১৯.৯% ক্ষেত্রে নির্ভুল বলতে সক্ষম হয়েছে। ক্যানসার চিকিত্‍‌সার অত্যাধুনিক হাসপাতালের কম্পিউটারের থেকে এই পরিসংখ্যান অনেকটাই ভালো। ফলে, গুগলের এই দাবি নিয়ে অনেকেই আশাবাদী হয়ে উঠেছেন।