ভারতে ২৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে জাপান


টোকিও : ভারতে ২৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে জাপান। আজ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে Mou স্বাক্ষরের পর ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এসম্পর্কে তিনি বলেন, "আমরা দু'জনেই ডিজিটাল পার্টনারশিপ থেকে সাইবারস্পেস, স্বাস্থ্য, প্রতিরক্ষা ও সমুদ্র থেকে আকাশ সবকিছুতেই আমাদের সম্পর্ক আরও দৃঢ় করতে সম্মত হয়েছি। আজ জাপানের শিল্পপতিরা ভারতে ২৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করার কথাও ঘোষণা করেছেন। এছাড়া দু'দেশের বিদেশ মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মুখোমুখি বসবে বলে সিদ্ধান্ত হয়েছে। শান্তি ও উন্নয়নের জন্যই দু'দেশের মধ্যে এই সিদ্ধান্ত হয়েছে।" আরও জানা গেছে যে এই প্রথম আয়ুর্বেদ ও যোগের প্রচারের জন্য ভারতের সঙ্গে চুক্তি করল জাপান। 

আজ দু'দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর ভারতীয় সময় সন্ধে সাড়ে ৬টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাপান থেকে ভারতের উদ্দেশে রওনা দেন। ১৩ তম জাপান-ভারত বার্ষিক সম্মেলনে যোগ দিতে দু'দিনের সফরে জাপান গেছিলেন তিনি।