হাওড়া থেকে রাজধানীর পথে ছুটবে অত্যাধুনিক ইঞ্জিনলেস ট্রেন


কলকাতা: ভারতের রেল ট্র্যাকে ছুটবে ইঞ্জিনলেস হাই স্পিড ট্রেন। শতাব্দীর বিকল্প হিসেবে Train 18-এর কথা আগেই প্রকাশ্যে এসেছে। যাত্রীরা সেই অত্যাধুনিক ট্রেনের জন্য অপেক্ষা করছে। সূত্রের খবর, হাওড়া থেকে দিল্লি যাবে ওই ট্রেন। সময় লাগবে রাজধানীর থেকেও কম।

সোমবার থেকেই চেন্নাইতে শুরু হবে ট্রেনটির ট্রায়াল। পরবর্তীকালে এরকমই একটি ট্রেন হাওড়া থেকে ছাড়বে বলে জানিয়েছেন, রেলওয়ে বোর্ডের সদস্য রাজেশ আগরওয়াল। ট্রেনের গতি থাকবে ১৬০ কিমি প্রতি ঘণ্টা। সেই গতিতে হাওড়া থেকে দিল্লি ১৪০০ কিমি যাবে মাত্র ১২ ঘণ্টায়। যেখানে রাজধানীর ওই পথ অতিক্রম করতে সময় লাগে ১৬ ঘণ্টা।

জানা গিয়েছে, ১৬ কামরার Train-18 তৈরি হয়েছে দেশীয় প্রযুক্তিতেই৷ মোট ১৬ টি চেয়ার-কার কোচ থাকছে ট্রেনটিতে৷ যার মধ্যে ২ টি এক্সিকিউটিভ চেয়ার-কার এবং বাকি ১৪ টি থাকছে নন- এক্সিকিউটিভ চেয়ার-কার কোচ৷

এই ধরণের ট্রেন তৈরির জন্য সাধারণত সময় লাগে কমপক্ষে তিন বছর৷ কিন্তু এক্ষেত্রে মাত্র ২০ মাসেই কাজ শেষ হয়েছে। ইঞ্জিন-বিহীন এই ট্রেন জায়গা নিতে চলেছে শতাব্দীর এক্সপ্রেসের মত ট্রেনগুলির৷ T-18 তে থাকছে রোটেটেবল চেয়ার, স্লাইডিং ডোর, LED লাইট, লাগেজ রাখার জায়গা ইত্যাদি৷

ট্রেনের প্রত্যেকটি কামরাগুলিতে থাকছে এয়ার-কন্ডিশনার৷ এমনকি চালকের কামরাতেও থাকছে এসি৷ যাত্রীদের গরমাগরম খাবার পরিবেশনের জন্য থাকছে হিটিং ডিভাইস৷ এছাড়া, যাত্রাকালীন ওয়াই-ফাইয়ের সুবিধাও পেয়ে যাবেন যাত্রীরা৷