৭০০ কেজি সোনা সহ বিমানবন্দরে গ্রেফতার দুই


চেন্নাই: উত্তরবঙ্গের মাধ্যমে ক্রমশ বাড়ছে সোনা পাচার। যার বড় প্রমাণ মিলেছে গত শনি এবং রবিবার।

রবিবার চেন্নাই বিমানবন্দরে উদ্ধার করা হয় প্রায় ৭০০ কেজি সোনা। একই সঙ্গে ওই সোনা পাচারকারী দুই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, চেন্নাই থেকে ধৃত দুই ব্যক্তি বাগডোগরা যাওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু শুল্ক দফতরের কর্তারা আগাম খবর পেয়ে তাঁদের পাকরাও করে ফেলে।

অল্প সময়ের তল্লাশিতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ সোনা। যার মোট ওজন প্রায় ৭০০ কেজি। বর্তমানে যার বাজারদর দুই কোটি ২৭ লক্ষ ৮২ হাজার ৭১৫ টাকা। মালয়েশিয়া থেকে ভারত হয়ে তা নেপালে পাচার হচ্ছিল।

শনিবার ৫৫ কেজি সোনা উদ্ধার হয়েছিল শিলিগুড়ি থেকে। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছিল দুই ব্যক্তিকে। এক কেজি ওজনের মোট ৫৫টি সোনার বাট ছিল। গাড়ির চালকের আসনের নিচে লুকিয়ে রাখা ছিল ওই সোনার বাটগুলি।

এই দুই ঘটনার সঙ্গেই জড়িয়ে গিয়েছে শিলিগুড়ির নাম। নেপাল সীমান্ত থেকে শিলিগুড়ির দূরত্ব খুব বেশি নয়। সড়ক পথ সোনা পাচার যে বহু মাত্রায় বেড়ে গিয়েছে তার বড় প্রমাণ এই দুই ঘটনা।