দীপাবলীতে খুন হবেন রাজস্থানের ২৮ জন বিধায়ক, পাঠানো হল হুমকি এসএমএস


'প্রাণে বাঁচতে হলে ৬০ লক্ষ টাকা দাও৷ না হলে এবারে দীপাবলি আর দেখতে পাবে না৷' উৎসবের মুখে এমন হুমকি এসএমএস পেয়ে ঘুম উড়ে গিয়েছে রাজস্থানের ২৮ জন বিধায়কের৷ পুলিশের কাছে কয়েকজন অভিযোগও দায়ের করেন৷ তবে তদন্ত শুরুর কয়েক ঘণ্টার মধ্যে হুমকি বার্তা প্রেরককারীকে গ্রেপ্তার করে শ্রীঘরে পাঠায় পুলিশ৷ তারপরেই স্বস্তির নিশ্বাস ফেলেন বিধায়কেরা৷
পুলিশ জানিয়েছে, যে ওই হুমকি এসএমএসটি পাঠিয়েছিল তার নাম ইউসুফ হুসেন মহম্মদ৷ সে মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা৷ তবে সে রাজস্থানের আজমেরের দরগা বাজারে থাকে এবং একটি হোটেলে বেয়ারার কাজ করে৷ তার কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে৷ সেই ফোনে ওই ২৮ জন বিধায়কের নম্বর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, রাজস্থান বিধানসভার ২৮ জন বিধায়কের কাছে শনিবার সকালে হোয়াটস অ্যাপে একটি এসএমএস ঢোকে৷ এসএমএস দেখেই চমকে ওঠেন সকলে৷ তাতে লেখা, 'তোমাকে খুন করার সুপারি পেয়েছি৷ বেঁচে থাকতে হলে নিচে লেখা ঠিকানায় ৬০ লক্ষ টাকা পাঠিয়ে দাও৷ বেশি চালাকি করো না৷ নয়ত ফল খুব খারাপ হবে৷ এইবারের দীবাবলি পরিবারের সঙ্গে কাটাতে পারবে না অথবা আগামী নির্বাচনেও ভোটে দাঁড়াতে পারবে না৷'‌ নিচে একটি মিস্টির দোকানের ঠিকানা দিয়ে বলা হয়, দরগা বাজারের কাছে রুবি শেখ নামে একটি মেয়ের হাতে টাকা তুলে দেওয়ার কথা৷ টাকা হাতে পাওয়ার পরই খুনীর নাম জানা যাবে।
এসএমএসটি পাওয়ার পর পুলিশেক সঙ্গে প্রথম যোগাযোগ করেন বিধায়ক তরুণ রাই কাকা৷ তিনি চৌহান পুলিশ থানায় অভিযোগ দায়ের করেন৷ তার আগে এক মহিলা বিধায়ক পুলিশকে বিষয়টি জানান৷ কিন্তু তিনি কোনও অভিযোগ দায়ের করেননি৷ তদন্তে নেমে পুলিশ ওই নম্বর ট্র্যাক করে জানতে পারে এসএমএসটি আজমেরের দরগা মার্কেটের আশেপাশের এলাকা থেকে পাঠানো হয়েছে৷ সেই নম্বরের সূত্র ধরে অভিযুক্তের নাগাল পান তদন্তকারীরা৷