অ্যামাজনকে টক্কর দিতে গিয়ে ₹৩২০০ কোটি ক্ষতি ফ্লিপকার্টের


অ্যামাজনের সঙ্গে টক্কর দেওয়ার কঠিন মূল্য চোকাতে হল ফ্লিপকার্টকে। চলতি আর্থিক বছরে ৩,২০০ কোটি টাকারও বেশি লোকসান হল এই ই-কমার্স কোম্পানির। পরিমাণটা গত বছরের ক্ষতির থেকে ৭০% বেশি। 

কোম্পানির হোলসেল শাখা ফ্লিপকার্ট ইন্ডিয়া প্রায় ৭৫০% ক্ষতির মুখ দেখেছে। অঙ্কটা ২,০০০ কোটি টাকার বেশি। অন্যদিকে ফ্লিপকার্ট ইন্টারনেটের ক্ষতির পরিমাণ প্রায় ১,১০০ কোটি। গত বছরের তুলনায় এটি প্রায় ৩০% বেশি। ২০১৬ সালে ফ্লিপকার্ট ইন্ডিয়ার ক্ষতির পরিমাণ ছিল ৫৪৫ কোটি টাকা। গত বছর সেই পরিমাণ কমে হয়েছিল ২৪৪ কোটি টাকা।

চলতি বছরে মার্কিন প্রতিদ্বন্দ্বী অ্যামাজনের সঙ্গে টক্কর দিতে গিয়ে ফ্লিপকার্ট যে বিপুল ডিসকাউন্ট ও আগ্রাসী বিজ্ঞাপন নীতি নিয়েছিল, তার জেরেই এই বিশাল ক্ষতি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। লোকসানের এই ট্রেন্ড ২০২০ সাল পর্যন্ত চলবে বলে মনে করা হচ্ছে। তবে চলতি আর্থিক বছরে ফ্লিপকার্ট ইন্ডিয়ার রাজস্ব ৪২% বেড়েছে।