‌‌হাতবদলের আগে উদ্ধার ৩৫ লক্ষ টাকার হেরোইন


অবশেষে পুলিসের জালে ধরা পড়ল কুখ্যাত দুই হেরোইন কারবারি। তাদের কাছ থেকে পাওয়া গেছে ১ কিলো ২০০ গ্রাম হেরোইন। যার বাজারে আনুমানিক মূল্য ৩৫ লক্ষ টাকা। এমনই দাবি পুলিসের। রবিবার সকালে সোনারপুর স্টেশনের কাছে অটোস্ট্যান্ডের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিস ওই দু'‌জনকে ধরেছে। তাদের একজনের নাম জামালউদ্দিন শেখ ওরফে ক্যাবলা এবং অন্যজনের নাম রশিদ লস্কর ওরফে বাচ্চু। জালালের বাড়ি নদিয়ায়। আর রশিদ থাকে জীবনতলার ঘুঁটিয়ারিতে।
বারুইপুর জেলা পুলিসের স্পেশ্যাল অপারেশন গ্রুপ ও সোনারপুর থানার পুলিস যৌথ অভিযান চালিয়ে এই মাদক কারবারিদের হাতেনাতে ধরেছে। মাদকের পাশাপাশি উদ্ধার হয়েছে ১টি মোটরবাইক, ১০,৪২০ টাকা এবং ২টি মোবাইল ফোন। ধৃতদের মধ্যে রশিদ লস্করকে সিআইডি একটি মামলায় খুঁজছে। এদিন সকালে নদিয়া থেকে ট্রেনে করে হেরোইন বিক্রি করতে গড়িয়ায় আসছিল জামালউদ্দিন। কিন্তু সেখানে আরপিএফ–কে দেখে ট্রেন থেকে না নেমে সে সোনারপুরে চলে আসে। ক্রেতা রশিদকেও সোনারপুরে চলে আসতে বলে। সেই খবর পুলিসের কাছে পৌঁছে যায়। সোনারপুর স্টেশনের কাছে পুলিস ওত পেতে বসে থাকে। জামালউদ্দিন ও রশিদ স্টেশন থেকে বেরিয়ে সোনারপুর মোড়ের কাছে অটোস্ট্যান্ডের কাছে যেতেই পুলিস তাদের বমাল গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে পুলিস জানতে পেরেছে, এই হেরোইন এজেন্টের মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হত।