এবার ডেবিট কার্ডের মাধ্যমে দেওয়া যাবে রেলের খাবারের দাম


নয়া পরিষেবা চালু করছে ভারতীয় রেল। স্টেশন বা ট্রেন থেকে খাবার বা অন্য কোনও সামগ্রীর দাম দিতে পারবেন ডেবিট কার্ডের মাধ্যমে। তার জন্য বিক্রেতাদের হ্যান্ডহেল্ড মেশিন দেওয়া হচ্ছে। এই পরিষেবা শুরু হবে ১ নভেম্বর থেকে। শুরুতে শতাব্দী, দুরন্ত ও রাজধানীতে এই পরিষেবা পাওয়া যাবে। পরে অন্যান্য ট্রেনেও এই ব্যবস্থা করা হবে।

ট্রেনযাত্রীরা একটা সমস্যার মুখোমুখি হন সবসময়ই। ট্রেন বা স্টেশনের হকাররা চা–কফি বা জলের বোতলের বাড়তি দাম নেন। কিন্তু এবার সেই সমস্যা থেকে মুক্তি। কারণ যাত্রীরা সরাসরি রেলের অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবেন। দুরন্ত ও রাজধানীর যাত্রীদের টিকিটের মূল্যের সঙ্গেই খাবারের দাম নিয়ে নেওয়া হয়। কিন্তু জল, চা–কফি বা স্ন্যাকস কিনতে মূল্যটা বিক্রেতাদের নগদ টাকায় দিতে হয়। প্রায়শই অভিযোগ ওঠে যে বিক্রেতারা যাত্রীর থেকে বেশি টাকা নিচ্ছেন। এই সমস্যা রুখতেই বিক্রেতাদের হ্যান্ডহেল্ড মেশিন দেওয়া হবে। যার মাধ্যমে খাবারের আসল দামই দেওয়া যাবে। এমন অনেক বিক্রেতা আছে যারা আইআরসিটিসি'‌র কর্মী নয়। অথচ ট্রেনে বেআইনিভাবে জিনিস বিক্রি করে। এই মেশিনের পরিষেবা শুরু হয়ে গেলে যাত্রীরা সহজেই সেইসমস্ত বিক্রেতাদের শনাক্ত করতে পারবেন। জিপিএস বা ওয়াইফাইয়ের মাধ্যমে নয়, মোবাইল সিমের মাধ্যমে এই মেশিন পরিচালনা করা হবে। কাজেই যাত্রীদের নেটওয়ার্কের কোনও সমস্যা হবে না।