কীভাবে ব্যবহার করবেন গুগল ফোটসের ‘লাইভ অ্যালবাম’ ফিচার?


গুগল ফোটোস লাইভ অ্যালবামে এবার ছবি সংখ্যায় বেড়ি পড়ালো গুগল। এবার থেকে লাইভ অ্যালবাম ফিচারে সর্বোচ্চ ১০,০০০ ছবি ব্যবহার করা যাবে। সম্প্রতি অ্যানড্রয়েড পুলিশে এক রিপোর্টে এই কথা জানানো হয়েছে।

লাইভ অ্যালবাম ফিচারে গ্রাহকের সব ছবি থেকে নিজে থেকেই বেছে অ্যালবাম তৈরী করে গুগল। প্রিয়জন, বা নিজের প্রিয় কুকুর বা বিড়ালের ছবি নিজে থেকে বেছে এই অ্যালবাম তৈরী হয়।

"যে সব গ্রাহক এই লিমিট অতিক্রম করে যাবেন তাদের এক নোটিফিকেশানে লাইভ অ্যালবাম সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার নোটিফিকেশান পাঠানো হবে। অর্থাৎ এরপরে প্রিয়জন বা প্রিয় পোহ্যর তোলা ছবি আর নিজে থেকে অ্যালবামে যোগ হবে না। অর্থাৎ অ্যালবাম স্লাইড শো তে পুরনো ছবি দেখে সন্তুষ্ট থাকতে হবে গ্রাহককে।" বলে জানানো হয়েছে এই রিপোর্টে।

এর পরে তোলা সব ছবি আর লাইভ অ্যাল্বামে যাবে না। পরে এই ছবি খুঁজতে হলে সব ছবি ঘেঁটে খুঁজে বার করতে হবে।
কোম্পানির সাপোর্ট পেজেও এই কথা জানিয়েছে গুগল। কোম্পানির সাপোর্ট পেজে গুগল জানিয়েছে এবার থেকে লাইভ অ্যালবামে সর্বোচ্চ ১০,০০০ ছবি যোগ করা যাবে। অর্থাৎ এক অ্যালবামে ১০,০০০ ছবি যোগ হলে সেই অ্যালবামে ছবি যোগ হওয়া বন্ধ হয়ে যাবে।

গুগল ফোটসে লাইভ অ্যালবাম তৈরী করবেন কীভাবে?
১। গুগল ফোটোস ওপেন করে অ্যালবাম ট্যাব ওপেন কতুন।
২। নতুন অ্যালবাম তৈরী করুন।
৩। 'Automatically add photos of people and pet' সিলেক্ট করুন।
৪। যে মানুষ বা পশুর ছবি যোগ করতে চান তার একটি ছবি সিলেক্ট করুন।
৫। এরপরে লিস্ট তার্ণ অন করে দিন।
৬। এবার শেয়ার অপশানে সিলেক্ট করে আপনার কনট্যাক্টের সাথে শেয়ার করুন।
৭। এর পর থেকে ঐ ব্যক্তির তোলা সব ছবি এই অ্যালবামে নিজে থেকেই যোগ হয়ে যাবে।