বাতিলের খাতায় ৪০ লক্ষ গাড়ির রেজিস্ট্রেশন! আপনারটা নেই তো?

নয়াদিল্লি: দিনের পর দিন বাড়ছে দূষণের মাত্রা৷ মূলত বায়ুদূষণ৷ আর, সেই মাত্রাকে ঠেকাতেই নয়া পন্থা নিয়েছে দিল্লি সরকার৷ ইতিমধ্যে যার জেরে বাতিল করা হয়েছে ৪০ লক্ষ গাড়ির রেজিস্ট্রশন নম্বর৷ তবে, চিন্তা নেই৷ শুধুমাত্র ১৫ বছরের বেশি পুরনো পেট্রোলচালিত গাড়ি এবং ১০ বছরের বেশি পুরনো ডিজেলচালিত গাড়িগুলির ক্ষেত্রেই লাগু হতে পারে নিয়মটি৷ বর্তমানে, দিল্লিতে মোট রেজিস্টার করা গাড়ির সংখ্যা ১.১০ কোটি৷

দিল্লির রাস্তাতে পুরনো গাড়ির নিষিদ্ধকরণের অর্ডারটি পাশ করেছিল ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল (এনজিটি)৷ শুধু তাই নয়, ২০১৫ সালে সুপ্রিমকোর্টও বিষয়টি নিয়ে রায় দিয়েছিল৷ অন্যদিকে সেন্ট্রাল পলিউশান কন্ট্রোল বোর্ড (সিপিসিবি) সুপ্রিমকোর্টকে জানিয়েছে, বিষয়টিকে গুরুত্ব দিয়ে ফেসসুক, ট্যুইটারের অ্যাকাউন্ট তৈরি খোলা হয়েছে৷ দিল্লির মানুষ দূষণ নিয়ে নিজের মতামত জানাতে পারবেন৷

সূত্রের খবর, বুধবার পর্যন্ত মোট ১৮ টি অভিযোগ জমা পড়েছে৷ অ্যাডিশনাল সলিশিটার জেনারেল জানাচ্ছেন, দূষণ সম্পর্কিত অভিযোগগুলির জন্য সামির (Sameer) অ্যাপ রয়েছে সিপিসিবির৷ বিষয়টি নিয়ে অন্য এক আইনবিদ জানাচ্ছেন, একিউআর জানার জন্য অ্যাপটি একটি ভাল অপশন৷ অন্যদিকে সংবাদ সংস্থার তথ্য জানাচ্ছে, বায়ুদূষণ সম্পর্কিত অভিযোগ দায়েরের কোন পরিষেবা দিতে হয়েছে ব্যর্থ অ্যাপটি৷

তবে, রাজধানীই শুধুমাত্র বায়ুদূষণের প্রকোপে নেই৷ দিল্লিকে ফলো করে তালিকাতে রয়েছে অন্যান্য বেশ কয়েকটি মহানগরীর নাম৷ অন্যদিকে, বাষুদূষণের পাশাপাশি তাল মিলিয়ে বেড়ে চলেছে জল এবং শব্দ দূষণ৷ সামনেই দীপাবলী৷ আলোর উৎসব৷ কিন্তু, রাত বাড়ার সঙ্গে সঙ্গে আলোর উৎসব পরিণত হয় শব্দের উৎসবে৷ যদিও, শব্দ বাজি পোড়ানোর মাত্রা নির্দিষ্ট করা হয়েছে৷ তবে, এই প্রচেষ্টা কতখানি কার্যকর হয় এবার সেটাই দেখার বিষয়৷